ফেসবুকে গত কয়েকদিন ধরে একটি পোস্ট ছড়িয়ে দাবি করা হচ্ছে, সোনালী ব্যাংক দেশের সবাইকে ১৬০০ টাকা করে উপহার দিচ্ছে। সাথে একটি লিংক সরবরাহ করা হচ্ছে যেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফেসবুক পোস্টটিতে লেখা হয়-
''আজ ফেসবুকে ঢুকতেই ১ বড় আপু মেসেজ দিয়ে বললো বিজয়ের মাস উপলক্ষে দেশের সবাইকে ১৬০০ টাকা করে বিকাশে উপহার দিচ্ছে সোনালী ব্যাংক। আজ ফেসবুকে ঢুকতেই ১ বড় আপু মেসেজ দিয়ে বললো বিজয়ের মাস উপলক্ষে দেশের সবাইকে ১৬০০ টাকা করে বিকাশে উপহার দিচ্ছে সোনালী ব্যাংক।"
এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যম ও জনপ্রিয় ব্যক্তির ফেসবুক পোস্টের নিচে গিয়েও একই ধরনের মন্তব্য করা হচ্ছে বিভিন্ন আইডি থেকে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ তথ্যটির সত্যতা যাচাই করতে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে দেখতে পায় সেখানে 'Website not found' লেখা।
সম্প্রতি বাংলাদেশ সরকার কিংবা সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কোনো উপহারের ঘোষণা দেয়া হয়নি। ব্যাংকটির ওয়েবসাইটে এমন কোনো তথ্য নেই। এছাড়া তাদের বরাতে কোনো সংবাদমাধ্যমেও এমন খবর পাওয়া যায়নি। কোনো ব্যাংকের পক্ষ থেকে এমন ব্যাপক উদ্যোগ নিলে সে বিষয়ে তাদের আনুষ্ঠানিক ঘোষণা না থাকা অস্বাভাবিক। বরং বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের কার্যক্রমকে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে থাকে এ ধরনের প্রতিষ্ঠানগুলো। তাছাড়া রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে সরকারের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রকোপে নগদ সহায়তা হিসেবে গত মে মাসে প্রধানমন্ত্রী ৫০ লক্ষ পরিবারকে ২৫০০ টাকা করে দেয়ার ঘোষণা দেন। তবে নতুন করে ১৬০০ টাকা করে দেয়ার কোন ঘোষণা দেয়া হয়নি।
এর আগেও বুম বাংলাদেশ বিকাশ সংক্রান্ত এরকম প্রতারণামূলক প্রচারণার উপর প্রতিবেদন করেছে। দেখুন এখানে।