সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশকে ধর্ষণের ক্ষেত্রে বিশ্বের র্যাংকিংয়ে শীর্ষ দেশ হিসেবে উল্লেখ করে পোস্ট করা হচ্ছে। গুগল সার্চ ইঞ্জিনে একটি অনুসন্ধানের ফলাফলের স্ক্রিনশটসহ পোস্টগুলো করা হচ্ছে যেখানে 'Rape statistics in the world' লিখে সার্চ দিলে ফলাফলে সবার উপরে বাংলাদেশের নাম দেখা যাচ্ছে। World Population Review নামক একটি ওয়েবসাইটের পরিসংখ্যানে ২০২০ সালে বাংলাদেশের ধর্ষণের হার প্রতি লাখে ৯.৮২ জন এবং ১১৬৮২ টি ধর্ষণের ঘটনার হিসেব গুগলের ফলাফলে দেখানো হচ্ছে। বাংলাদেশের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে যথাক্রমে উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডের নাম দেখা যাচ্ছে।
এরকম আরও একটি পোস্টের স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
সূতরাং উক্ত গুগল সার্চের ফলাফলের বরাতে বাংলাদেশকে ধর্ষণের ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ হিসেবে প্রচার করা ভুল এবং বিভ্রান্তিকর।