সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে স্বীকৃত সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ মার্চ 'Bank Card Users Of Bangladesh (BCUB)🇧🇩' নামের একটি পাবলিক গ্রুপে 'Tanbin Ahmed' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "গুজবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে স্বীকৃত সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি) দেউলিয়া হয়ে গেছে। এসভিপির কর্মকর্তারা জানান, শুক্রবার (১০ মার্চ) এসভিপির সবগুলো শাখায় মোট ৪ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ ছিল। কিন্তু গ্রাহকদের প্রায় সবাই টাকা তুলে নেওয়ার পর এখন অবশিষ্ট আছে মাত্র ৯৪ কোটি ৯০ লাখ ডলার। এ কারণে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। আর আমাদের IBBL এতবড় ধাক্কার পরের বহাল তবীয়তে ব্যবসা করে যাচ্ছে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)-কে দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সিলিকন ভ্যালি ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক হিসেবে পরিচিত এবং ব্যাংকটির দেউলিয়া হয়ে যাওয়াকে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ব্যর্থতা হিসেবে গণ্য করা হচ্ছে।
কি ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে গত ১০ মার্চ 'Silicon Valley Bank Closed by Regulators, FDIC Takes Control-Some tech startups had been rushing to transfer money out' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের পরিচালকরা ব্যাংকটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এবং FDIC (Federal Deposit Insurance Corporation) ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে 'Why did Silicon Valley Bank fail and is a financial crisis next?' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে সিলিকন ভ্যালি ব্যাংককে যুক্তরাষ্ট্রের ১৬ তম বৃহত্তম ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের অর্থনীতি বিভাগ ইকোনোমিক টাইমসে 'Silicon Valley Bank, US' 16th largest bank collapses; tech startups scramble after SVB failure' শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও একইভাবে ব্যাংকটিকে ১৬ তম বৃহত্তম ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নরস বোর্ডের ওয়েবসাইটেও গত ২১ ফেব্রুয়ারিতে সর্বশেষ আপডেট করা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকগুলোর লিস্টে ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক ব্যাংক সিলিকন ভ্যালিকে ১৬ তম বৃহত্তম হিসেবে দেখানো হয়েছে। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য পোস্টে ব্যাংকটিকে দ্বিতীয় বৃহত্তম বলার কারণ জানতে কি-ওয়ার্ড অনুসন্ধান করে দি নিউইয়র্ক টাইমসে 'The Second-Biggest Bank Failure' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "শুক্রবারে সিলিকন ভ্যালি ব্যাংক বিশ্বব্যাপী আর্থিক সংকটের মধ্যে ২০০৮ সালে ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের পতনের পর ব্যর্থ হওয়া (দ্বিতীয়) বৃহত্তম আমেরিকান ব্যাংকে পরিণত হয়েছে।" (অনূদিত)। অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত ২০০৮ সালের ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের পতন ছিল বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানের পতন এবং এবছরের ১০ মার্চ দেউলিয়া ঘোষিত সিলিকন ভ্যালি ব্যাংক আছে তার পরেই। উল্লেখ্য, ২০০৮ সালে ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়া-র ঘটনাটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বৃহত্তম ব্যাংক খাতের পতন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও বার্তাসংস্থা রয়টার্সের ওয়েবসাইটে গিয়ে 'SVB is largest bank failure since 2008 financial crisis' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতেও একই দাবি করা হয়েছে। অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানের পতনের ঘটনা। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফোর্বসের ওয়েবসাইটেও 'What To Know About Silicon Valley Bank’s Collapse—The Biggest Bank Failure Since 2008' শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনে একই দাবি করা হয়েছে।
অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে এ পর্যন্ত চালু হওয়া ব্যাংকগুলোর মধ্যে দেশটির ইতিহাসের ব্যর্থ ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিসেবে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে। যেটিকে দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং ফেইলার হিসেবে গণ্য করা হচ্ছে।
সুতরাং যুক্তরাষ্ট্রের সদ্য দেউলিয়া ঘোষিত সিলিকন ভ্যালি ব্যাংক'কে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।