সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নামে একটি মন্তব্যযুক্ত ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ ছেলেদের খেলা দেখে মনে হয়, বাড়িতে বাবা মা শিক্ষা দেয়নি বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ জানুয়ারি 'Vk Prosenjit' নামের একটি আইডি থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "একদম ঠিক কথা বলেছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোনো ধরণের তথ্য সূত্র ছাড়াই বাংলাদেশী অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নামে আলোচ্য মন্তব্য দিয়ে ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বিভিন্ন মন্তব্য নিয়ে প্রতিবেদন পাওয়া গেলেও সম্প্রতি ফটোকার্ডে উল্লেখিত তথ্যের ব্যাপারে কোনো ধরণের সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিসহ বিভিন্ন ধরণের খেলাধুলা নিয়ে শোয়েব আখতার যখন কোনো মন্তব্য করে সেগুলো তার ভেরিফায়েড ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। যদিও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তার আইডিগুলোতে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বা বাংলাদেশি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে তার কোনো পোস্ট বা মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'চ্যানেল ২৪' এর ওয়েবসাইটের স্পোর্টস ডেস্ক-এ "বাবা মা শিক্ষা দেয়নি’ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে শোয়েবের বক্তব্যটি কি সত্যি?" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, শোয়েব আখতার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি নিয়ে তাঁর অ্যাকাউন্টগুলোতে একাধিক পোস্ট দিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কোনো পোস্ট বা মন্তব্য সেখানে পাওয়া যায়নি। এছাড়া, ইন্টারনেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আচরণ নিয়ে শোয়েব আখতারের এমন কোনো মন্তব্যও খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাদের নিয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
সুতরাং পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নামে ভুয়া মন্তব্য জুড়ে দিয়ে ফটোকার্ড বানিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।