সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারম্যান জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না মৃত্যুবরণ করেছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৪ আগস্ট "ইউনিক -007" নামে একটি ফেসবুক পেজ থেকে জেড আই খান পান্নার একটি ছবি পোস্ট করে বলা হয়, "শোকবার্তা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিল এর সাবেক সদস্য.... আইন অঙ্গনে সুপরিচিত শ্রদ্ধীয় এ্যাডঃজহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না) স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহু যেনো তাকে বেহেশতো নসিব করেন"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, সংবাদমাধ্যম অনলাইন পোর্টাল সারাবাংলা ডট নেটও তার মৃত্যুর খবরটি প্রচার করে, তাদের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না নিজেই মৃত্যুসংবাদটি সঠিক নয় জানিয়ে তার নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেছেন। এছাড়া, জেড আই খান পান্না নিজেই বুম বাংলাদেশকে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
কি-ওয়ার্ড সার্চ করে জহিরুল ইসলাম খান পান্নার কন্যা নাদিমাহ খানের করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে নাদিমাহ তার বাবা জেড আই খান পান্নার ফেসবুক প্রোফাইলকে ম্যানশন করে করা একটি পোস্টে বাবার সুস্থতার কথা জানান। ফেসবুক পোস্টটি দেখুন--
এর সুত্র ধরে জেড আই খান পান্নার নিজের ফেসবুক প্রোফাইলে গিয়ে নাদিমাহ খানের ফেসবুক পোস্টের মত হুবহু একই বক্তব্য দিয়ে করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টেও জেড আই খান পান্নার সুস্থতা নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও সার্চ করে দেখা গেছে জেড আই খান পান্না সামাজিক মাধ্যম ফেসবুকে সক্রিয় আছেন। নিজের ফেসবুক একাউন্ট থেকে তাঁর করা সর্বশেষ পোস্ট খুঁজে পাওয়া যায় ১ ঘন্টা আগে। ফেসবুক পোস্টটি দেখুন--
এদিকে, ফেসবুকে জেড আই খান পান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। জেড আই খান পান্না নিজেই তাঁর সুস্থতার কথা বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ৪ আগস্ট শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী বরেণ্য লেখিকা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সার মৃত্যুবরণ করেন। এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন জেড আই খান পান্না। এরপর থেকেই জেড আই খান পান্নার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে।
অর্থ্যাৎ জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নার মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।