সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়েছে যা দেখে মনে হচ্ছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং 'ওমর খালিদ বাট' নামে একজন টিভি উপস্থাপক কোনো টিভির (PTV) অনুষ্ঠানে একসাথে উপস্থিত ছিলেন।
স্ক্রিনশটটির নিচে বাম দিকে "PTV World" নামে একটি লোগো রয়েছে, যা দেখে মনে হচ্ছে "PTV World" নামক পাকিস্তানী একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু পোস্টের স্ক্রিনশট দেখুন--
আরও স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
ভাইরাল হওয়া স্ক্রিনশটটি যে সত্য নয় তা স্ক্রিনশটের মধ্যেই লেখা রয়েছে। স্ক্রিনশটে লক্ষ্য করলে দেখা যাবে জলছাপে লেখা রয়েছে, "SATIRE ALERT".
অর্থাৎ, যে বা যারা এই স্ক্রিনশটটি প্রথম ছড়িয়েছেন তারা এটিকে 'স্যাটায়ার' বলে ডিসক্লেইমার দিয়েছেন। এছাড়াও স্ক্রিনশটে নুরের যে ছবিটি ব্যবহার করা হয়েছে ভিন্ন একটি টিভি অনুষ্ঠানের। "dw খালেদ মুহিউদ্দীন জানতে চায়" নামক চ্যানেলে সম্প্রতি নুর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখান থেকেই নুরের ছবিটি নেয়া। dw এর অনুষ্ঠানের ইউটিউব লিংক।