সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে ক্রিকেটার শুভমান গিলের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন সারা টেন্ডুলকার। পোস্টটি দেখুন এখানে।
গত ৮ অক্টোবর 'Sportzwiki Bengali' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে লেখা হয়, "“তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও…” শুভমান গিলের সুস্থতার জন্য প্রার্থনায় মগ্ন সারা তেন্ডুলকর, করলেন সম্পর্ক কনফার্ম !!"। লিংকে প্রকাশিত খবরের শিরোনামটিও হুবহু একই রকম। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত খবরে দেখা যায়, "শুভমান গিলকে নিয়ে সারা সর্বশেষ টুইট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তিনি সোশ্যাল মিডিয়াতে গিল সম্পর্কে প্রথমবারের মতো পোস্ট করেছিলেন এবং ভক্তরা এখন নিশ্চিত যে তিনি শুভমান গিলকে পছন্দ করেন কারণ তিনি ক্রিকেটারের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। সারার টুইট ভাইরাল হওয়ার পরপরই, ভক্তরা আবার দুজনের প্রেমের গল্প নিয়ে আলোচনা শুরু করে"। খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারে নামে খোলা একটি ভুয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শুভমান গিলের সুস্থতা কামনা করার এই দাবিটি প্রচার করা হয়েছে।
প্রতিবেদনে সূত্র হিসেবে সারা টেন্ডুলকার নামের যে এক্স (টুইটার) একাউন্টটির পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে সেই একাউন্টটি পর্যবেক্ষণ করে আনভেরিফাইড একাউন্টটিকে সন্দেহজনক মনে হওয়ায় এ বিষয়ে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালে শচীন টেন্ডুলকারের ভেরিফাইড এক্স (টুইটার) একাউন্ট থেকে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে "তার ছেলে অর্জুন টেন্ডুলকার এবং মেয়ে সারা টেন্ডুলকারের কোনো এক্স (টুইটার) একাউন্ট নেই"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এদিকে সারা টেন্ডুলকারের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যায়, তিনি সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অফিশিয়ালি কেবলমাত্র ইনস্টাগ্রাম ও পরবর্তীতে থ্রেডস একাউন্ট ব্যবহার শুরু করেন। দেখুন--
যদিও আলোচ্য প্রতিবেদনটির একদম শেষে উল্লেখ করা হয়েছে, সারা টেন্ডুলকারের একাউন্টি একটি ফেইক একাউন্ট তবে প্রতিবেদনটির শিরোনাম কিংবা সামাজিক মাধ্যমে লিংকটি শেয়ার করার ক্ষেত্রে ক্যাপশনে বিষয়টি পরিষ্কার করা হয়নি বরং সংবাদটিকে সত্য সংবাদের রূপে-ই প্রচার করা হয়েছে। ফলে পুরো প্রতিবেদন না পড়লে যে কেউ খবরটিকে সত্য ভেবে ভুল করতে পারে।
অর্থাৎ শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটারে) একাউন্টে পোস্ট করেননি।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ক্রিকেটার শুভমান গিলের সুস্থতা কামনা করেছেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার এমন দাবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।