সামাজিক মাধ্যম ফেসবুকে গণমাধ্যমের পেজ এবং বিভিন্ন গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে, সারা টেন্ডুলকার ফাইনালের জন্য শুভমান গিলকে শুভেচ্ছা জানিয়ে এবং বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে খেলা উপভোগ করবেন বলে টুইট করেছেন। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গতকাল ১৮ নভেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম আজকের পত্রিকা'র ক্রীড়া বিষয়ক ফেসবুক পেজ 'Ajker Patrika Khela' থেকে "‘ফাইনাল দেখতে আসছি’-গিলকে শচীন কন্যার বার্তা। বিস্তারিত কমেন্টে..." লিখে একটি পোস্ট করা হয় এবং কমেন্ট সেকশনে এ সংক্রান্ত একটি খবরের লিংক দেয়া হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে আজকের পত্রিকার বিস্তারিত খবরে দেখা যায়, "আজ সারা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালেও তাঁকে দেখা যাবে। এবং কেন ফাইনালে যাচ্ছেন, সেটাও জানিয়েছেন শচীনকন্যা। এক্স হ্যান্ডেলে সারা লিখেছেন, ‘ফাইনাল দেখতে আসছি, ভালো করে খেলো শুবমান গিল।’ সঙ্গে ভালোবাসার একটা ইমোও এঁকেছেন সারা।" দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারে নামে খোলা একটি প্যারোডি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে আলোচ্য পোস্টটি করা হয়েছে। সারা টেন্ডুলকারের কোনো এক্স একাউন্ট নেই।
আলোচ্য প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটারে) কি-ওয়ার্ড সার্চ করে @SaraTendulkar__ ইউজারনেম এর একটি একাউন্টে আলোচ্য পোস্টটি খুঁজে পাওয়া যায়। দেখুন--
তবে সারা টেন্ডুলকার নামের এই এক্স একাউন্টটিতে প্রবেশ করলে দেখা যায়, একাউন্টটি স্বঘোষিত একটি প্যারোডি বা নকল একাউন্ট। দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালে শচীন টেন্ডুলকারের ভেরিফাইড এক্স (টুইটার) একাউন্ট থেকে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে "তার ছেলে অর্জুন টেন্ডুলকার এবং মেয়ে সারা টেন্ডুলকারের কোনো এক্স (টুইটার) একাউন্ট নেই"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি জানা যায়, সারা টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অফিশিয়ালি কেবলমাত্র 'ইনস্টাগ্রাম' ও পরবর্তীতে 'থ্রেডস' একাউন্ট ব্যবহার করা শুরু করেন।
অর্থাৎ শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার শুভমান গিলকে শুভেচ্ছা জানিয়ে এবং বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে খেলা উপভোগ করবেন জানিয়ে সামাজিক মাধ্যম এক্স একাউন্টে পোস্ট করেননি। বরং সারা টেন্ডুলকারের নামে খোলা একাউন্টটি প্যারোডি, তাঁর কোনো এক্স একাউন্টই নেই।
সুতরাং প্যারোডি একাউন্টের পোস্টকে শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের পোস্ট বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।