HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছার ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উক্ত ভিডিওবার্তাটি দেন।

By - Ummay Ammara Eva | 23 March 2025 12:44 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্য প্রদানের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ল্যাভরভ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৭ মার্চ 'Dalowar Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর জন্মদিন উপলক্ষে, বিশ্বের অন্যতম নেতা হিসেবে, সম্মান জানালেন রাশিয়া সহ অন্যান্য রাষ্ট্র। যার কারণে। বিশ্বের মানচিত্রে যোগ হয়েছিল স্বাধীন সর্বভৌমত্ব আরো একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতা যাপন করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু"। ফেসবুক পোস্টটিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বক্তব্য রাখতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ২০২১ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আলোচ্য ভিডিওবার্তাটি দিয়েছিলেন, অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয়।

আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির উপরিভাগে অনলাইন পোর্টাল নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৯মার্চ "বঙ্গবন্ধু অনন্য বিশ্বনেতা: রাশিয়া | Mujib100 Celebration" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ডেস্ক্রিপশনে লেখা থাকতে দেখা যায়, "বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন অনন্য বিশ্ব নেতা হিসেবে সব সময় রাশিয়া স্মরণ করে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আমৃত্যু তার জনগণের জন্য যুদ্ধ করে গেছেন বলে উল্লেখ করে সের্গেই ল্যাভরভ বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য এবং পরে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য লড়েছেন। দেশের প্রথম ও প্রধান ব্যক্তি হিসেবে ১৯৭২ সালে মস্কো সফরে গিয়েও তৎকালীন সৌভিয়েত নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি (বঙ্গবন্ধু) তার ছাপ রাখেন।’"। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে নিউজ বাংলার ওয়েবসাইটে ২০২১ সালের ১৯ মার্চ "বঙ্গবন্ধু অনন্য বিশ্বনেতা: রাশিয়া" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন অনন্য বিশ্ব নেতা হিসেবে সব সময় রাশিয়া স্মরণ করে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।" স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ২০২১ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে দেয়া ভিডিওবার্তাকে সাম্প্রতিক দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।

সুতরাং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ২০২১ সালে এক ভিডিওবার্তাকে নতুন করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories