HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ইসলামী গানে অভিনয় করেননি

বুম বাংলাদেশ দেখেছে, রোনালদোর সাথে চেহারার মিল থাকা যুক্তরাজ্যের এক ব্যক্তির করা ভিডিওকে এডিট করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 6 Sept 2022 10:46 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যায়, পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো একটি ইসলামী গানের সাথে ঠোঁট মেলাচ্ছেন। পোস্টটি দেখুন এখানে

গত ২০ আগস্ট "Free Motion Fan's" নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "Respect🥀"। ওই ভিডিওটিতে গিয়ে দেখা যায়, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো একটি ইসলামী গানের ভিডিওতে অভিনয় করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি বানোয়াট। রোনালদোর মত দেখতে ব্রিটিশ নাগরিক বেওয়ার আব্দুল্লাহর ভিডিওকে এডিট করে রোনালদোর মুখ বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি থেকে কী ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে এবং কী ওয়ার্ড সার্চ করে কাছাকাছি দেখতে দুটি ইউটিউব শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউবের ওই ভিডিও দুটির একটিতে দেখা যায়, social network নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো 'মুহাম্মাদ নাবিনা' শিরোনামের একটি ইসলামী গানের ভিডিওতে ঠোঁট মিলিয়ে অভিনয় করছেন। অন্য ভিডিওটিতে দেখা যায়, Hikmah Kehidupan 99 নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ওই একই গানের আরেকটি ভিডিওতে একইরকম পোশাকে রোনালদোর মতন চেহারা ও গড়নের আরেক ব্যক্তি ঠোঁট মিলিয়েছেন। ইউটিউব শর্ট ভিডিও দুটির তুলনামূলক স্ক্রিনশট দেখুন--


আরো নিশ্চিত হওয়ার জন্য কী-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে খুঁজে পাওয়া যায় আলোচ্য ভিডিওটি। "Bewar Abdullah" নামের একটি আইডিতে ২০২০ সালের ৩১ অক্টোবর আলোচ্য ভিডিওটি পোস্ট করা হয়। ওই ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, Bewar Abdullah নামে যুক্তরাজ্যের অধিবাসী ওই ব্যক্তি প্রায়ই ভিডিও বানিয়ে তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। ফেসবুকে আলোচ্য ভিডিওটি নিয়ে পোস্টটি দেখুন--

Full View

বেওয়ার আব্দুল্লাহর প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতন দেখতে হওয়ায় তিনি রোনালদোর মতন পোশাক পরে ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড দেন, রোনালদোর স্টাইল গ্রহণ করেছেন এবং নিজেকে রোনালদোর ভক্ত হিসেবে উপস্থাপন করেছেন বিভিন্ন সময়ে। এরকম কিছু পোস্ট দেখুন--

Full View


Full View


Full View

ওই ফেসবুক প্রোফাইল ঘাঁটতে গিয়ে ওই একই ব্যক্তির আরো দুটি ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যায় এখানেএখানে। এসব প্রোফাইল থেকে জানা যায়, বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামের অধিবাসী আব্দুল্লাহ জাতিগতভাবে কুর্দ। দুটি প্রোফাইলেই তিনি নিজেকে রোনালদোর ভক্ত হিসেবে উপস্থাপন করেছেন। ওই প্রোফাইলের ব্যক্তিরই একটি ইসলামিক গানের ভিডিওকে এডিট করে রোনালদোর মুখ বসিয়ে রোনালদোই ওই ভিডিওতে অভিনয় করেছেন বলে দেখানো হয়েছে।

সুতরাং, ব্রিটেনের আব্দুল্লাহ নামের এক ব্যক্তির ভিডিওকে এডিট করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখ বসিয়ে ভিডিওটি রোনালদোর দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories