সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক ব্যক্তি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ এপ্রিল একটি ফেসবুকে গ্রুপে 'JH Tanjir' নামে একটি আইডি থেকে একটি পেপারকাটিংয়ের ছবি পোস্ট করে বলা হয়, "এখন ওই লোক যদি আবার থানায় গিয়ে বলে যে, সূর্যকে সবসময় দেখতেছেন, তারপরও এ্যারেস্ট করতেছেন না কেন, 🐸 তখন পুলিশ কি জবাব দিবে?" ওই পেপারকাটিংয়ে "প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা" শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়েছে। ওই সংবাদে জানানো হয়, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ভারতের মধ্যপ্রদেশের শাজাপুর থানায় সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন শিবপাল সিং নামে এক ব্যক্তি। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্ট দেখে পাঠকের কাছে মনে হতে পারে ঘটনাটি সাম্প্রতিক।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ঘটনাটি সাম্প্রতিক নয় বরং প্রায় ৭ বছর পুরোনো। ২০১৬ সালে শিবপাল যাদব সিং নামে এক ব্যক্তির করা সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাকে নতুন করে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে ২০১৬ সালের ২৪ মে 'MP: Man submits application against Sun' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাজাপুর থানায় সূর্যদেবতার বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যদেবের বিরুদ্ধে মামলা করা ওই ব্যক্তি পেশায় একজন আইনজীবী। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে 'asianetnews' নামে আরেকটি ওয়েবসাইটেও একই দাবিতে সংবাদ খুঁজে পাওয়া যায়।
সুতরাং প্রায় ৭ বছর আগে শিবপাল যাদব সিং নামে ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তির সূর্যদেবতার বিরুদ্ধে মামলা করার খবরকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।