HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস সাপ চাষে বিশ্বসেরা কোন পুরস্কার পাননি

রাজ্জাক বিশ্বাস নিজেই বুম বাংলাদেশকে জানিয়েছেন, বিশ্বসেরা হওয়ার স্বীকৃতির মতন কোনো পুরস্কার তিনি পাননি।

By - Ummay Ammara Eva | 21 July 2022 10:18 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস নামের এক ব্যক্তি বিষধর সাপ চাষ করে বিশ্বসেরা পুরস্কার পেয়েছেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১ জুলাই 'সময় নিউজ - Somoy News | Jamuna Tv | Live Sports | News Today' নামের একটি পাবলিক গ্রুপে 'Rony Ahmed' নামে একটি আইডি থেকে একটি সাপের ভিডিও পোস্ট করে বলা হয়, 'ভয়ংকর কোবরা সাপের চাষ!!পটুয়াখালীর রাজ্জাক ভাই সাপ চাষে পেল পৃথিবীর সেরা পুরস্কার।' স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কোবরা সাপসহ আরো একাধিক প্রজাতির সাপের খামারী পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস সাপ চাষের মাধ্যমে 'পৃথিবীর সেরা পুরস্কার' হিসেবে স্বীকৃত কোনো পুরস্কার পাননি। রাজ্জাক বিশ্বাস নিজেই বিষয়টি বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

কী ওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ১৮ জানুয়ারী বাংলা ট্রিবিউনে প্রকাশিত 'সাপ চাষে বিধিমালা আসছে, করা যাবে বাণিজ্যিক খামার' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালে নিজ উদ্যোগে সাপের খামার গড়ে তুলেছেন আব্দুর রাজ্জাক নামের ওই ব্যক্তি। স্ক্রিনশট দেখুন-- 

প্রতিবেদনটি দেখুন এখানে

তবে, এরপরেই Jagonews24.com গত ২ জুন 'সাপের খামার যেন এখন এক দুঃস্বপ্ন তার' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দিপাড়া এলাকার বাসিন্দা রাজ্জাক বিশ্বাস ২০০০ সালে নিজ বসত বাড়ির পাশে তৈরি করেন বিষধর সাপের খামার "বাংলাদেশ স্নেক ভেনম"। গত ২২ বছর ধরে তিনি এই খামারটি পরিচালনা করছেন। সাপের কামড়ে তার খামারের এক কর্মচারীর মৃত্যুর পর খামারটি বন্ধ করতে উদ্যোগ নেয় বন বিভাগ। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

একই বিষয়ে প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন 'চ্যানেল টোয়েন্টিফোর'। তাদের ইউটিউব চ্যানেলে পরবর্তীতে খবরটি আপলোড করা হয়। ২০১৬ সালে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারও এই খামারটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে, রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামারটি যথেষ্ট আলোড়ন তুলতে সক্ষম হলেও রাজ্জাক বিশ্বাস সাপ চাষ করে বিশ্বসেরার স্বীকৃতি বা পুরস্কার পেয়েছেন এরকম কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল পোস্টের ভিডিও থেকে সাপের খামারী রাজ্জাকের মোবাইল নম্বর সংগ্রহ করে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি বুম বাংলাদেশকে জানান, একদিন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর উপস্থিতিতে তাকে 'বাংলার বীর' উপাধি দেওয়া হয়েছিল। তবে তাঁর বিশ্বসেরার কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার তথ্যটি ফেসবুকে ভুলভাবে ছড়ানো হচ্ছে, এরকম কোনো পুরস্কার তিনি পাননি।

অর্থ্যাৎ পটুয়াখালীর সাপ চাষী রাজ্জাক তাঁর ব্যক্তিগত খামারে সাপ চাষ করে কোনো বিশ্বসেরার পুরস্কার পাননি।

সুতরাং সাপ চাষী রাজ্জাক সাপ চাষ করে বিশ্বসেরার পুরস্কার পেয়েছেন বলে ফেসবুকে যে প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories