HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের খবরে সাথে পুরোনো ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে তুরস্কেই আঘাত হানা ভিন্ন আরেকটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি এটি।

By - Md Abdullah Khan | 8 Feb 2023 10:25 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি সম্প্রচারমাধ্যম 'Channel 24'-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ব্রেকিং নিউজ: তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প"। এছাড়াও ছবিটি একাধিক আইডি ও পেজ থেকেও পোস্ট করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সময়ের নয় বরং ২০২০ সালে তুরস্কেই আঘাত হানা আরেকটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করার পর, যুক্তরাজ্যভিত্তিক পাবলিক সার্ভিস টেলিভিশন সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল ফোর-এ "At least 22 killed in Turkey earthquake" শিরোনামে ২০২০ সালের ২৫ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের থাম্বনিলে হুবহু ছবিটিই খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, তৎকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিন প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপুল সংখ্যাক মানুষ নিহত ও আহত হয়েছিলেন। স্ক্রিনশট দেখুন--


এছাড়া ছবিটি তখন আন্তর্জাতিক গণমাধ্যম ছাড়াও তুর্কি ভাষী স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের খবরের সাথেও প্রকাশিত হয়েছিল। খবরগুলো থেকে জানা যায়, ইলজিনের এই ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন এবং ইরানেও অনুভূত হয়েছিল। তুর্কি ভাষার সংবাদমাধ্যম Habernediyor.com এ তৎকালীন ভূমিকম্পের খবরের সাথে যুক্ত করা ছবিটি দেখুন--


অর্থাৎ ছবিটি সোমবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির নয়।

প্রসঙ্গত গত সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তুরস্ক এবং সিরিয়াতে মিলে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৪,৩০০ জন। এ সংখ্যা আরো অনেক বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।

সুতরাং ২০২০ সালের ভিন্ন একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবিকে সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ঘটা ভূমিকম্পের খবরের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories