সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে লেখা রয়েছে চলমান বন্যায় ফেনীতে ৪২৮ জন, নোয়াখালীতে ৩৮৫ জন ও কুমিল্লাতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট এখানে, এখানে ও এখানে।
গত ২৩ আগস্ট 'Campus Connect 2.0' নামে একটি ফেসবুক গ্রুপে 'Fazle Rabbi Faraejy' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "ফেনীতে বাচ্চা সহ ৪২৮ জনের মৃত্যু নোয়াখালীতে ৩৮৫ জনের মৃত্যু কুমিল্লাতে 103জনের মৃত্যু"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি প্রকৃত নয়। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আলোচ্য ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের বানানো নয় বলে চ্যানেলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও এর ওয়েবসাইটে আলোচ্য তথ্য সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৩ আগস্ট করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক পোস্টে আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে জানানো হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের তৈরি করা নয়। যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে সম্প্রচার মাধ্যমটির লোগো ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া অন্য গণমাধ্যমেও নানাভাবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য তথ্য সংশ্লিষ্ট কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে দেশের পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতদের সংখ্যা নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে।