সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামকে একটি বক্তব্যে বলতে শোনা যায়, সার্জিসের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ অক্টোবর 'Kabir Chowdhury Tanmoy' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "সারজিসের বাসায় ২০০ কোটি! হাসনাতের বাসায় ১০০ কোটি!! #f80 #BangladeshCrisis #InterimGovernment #MuhammadYunus #StepDownYounus #sheikhhasina #LikeAndShare #StandwithSheikhHasina"। ভিডিওটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামকে একটি বক্তব্যে বলতে শোনা যায়, "সার্জিসের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে।... " ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি একটি বক্তব্যের খণ্ডাংশ। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটির উৎস সন্ধান করতে কি-ওয়ার্ড সার্চ করে গত ১৯ অক্টোবর সমন্বয়ক তারিকুল ইসলামের 'Md Tarikul Islam' নামে পরিচালিত ফেসবুক একাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৮ মিনিট ৫০ থেকে তারিকুল ইসলামকে বলতে শোনা যায়, " ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।... চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সে রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারতো না।"। ফেসবুক পোস্ট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের ভিডিওটি সমন্বয়ক তারিকুল ইসলামের বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
সুতরাং হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সমন্বয়ক তারিকুল ইসলামের বক্তব্যকে কেটে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।