HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জার্মানির কট্টর-ডান বিরোধী বিক্ষোভকে ফিলিস্তিনপন্থী সমাবেশ বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি গত জানুয়ারিতে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বর্ণবাদ এবং কট্টর ডানপন্থা বিরোধী বিক্ষোভের ভিডিও।

By - Tausif Akbar | 15 May 2024 4:30 PM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; ফিলিস্তিনের মুক্তির পক্ষে সমাবেশ। এরকম একটি পোস্ট দেখুন এখানে

ফেসবুকে 'Hadeer Dwidar' নামের একটি পেজ থেকে একটি রিলস ভিডিও পোস্ট করে লেখা হয়, "Free Palestine"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ দাবি করা হচ্ছে, ভিডিওতে দৃশ্যমান বিক্ষোভ বা সমাবেশটি ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি গত জানুয়ারিতে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত দেশটিতে বর্ণবাদ এবং কট্টর ডানপন্থা বিরোধী সমাবেশের ভিডিও।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম 'শর্ট নিউজ' এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে গত ২০ জানুয়ারি "Approximately 100 thousand people gathered in Hamburg, Germany, to protest racism and far-right extremists in the country" (অনূদিত) শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, এতে আলোচ্য ভিডিওটির ক্লিপগুলো পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, এটি জার্মানির হামবুর্গে বর্ণবাদ ও কট্টর-ডানপন্থার বিরুদ্ধে সমাবেশের দৃশ্য। স্ক্রিনশট দেখুন--



ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওর স্থিরচিত্র (বামে) এবং 'শর্ট নিউজ' এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পাওয়া জার্মানির হামবুর্গে দেশটিতে বর্ণবাদ এবং কট্টর ডানপন্থার বিরুদ্ধে সমাবেশের ভিডিওর স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--



পরবর্তীতে গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে ব্যবহার করেও জার্মানির হামবুর্গের এই জায়গার বিভিন্ন স্থাপনার সাথে আলোচ্য ভিডিওর স্থাপনার মিল পাওয়া যায়। প্রিভিউ দেখুন-

Full View


তবে আলোচ্য ভিডিওতে বিভিন্ন ধরণের ব্যানার-পতাকার পাশাপাশি কয়েকজনকে ফিলিস্তিনের পতাকাও উড়াতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা 'এএফপি'র ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গত ১৯ জানুয়ারি "Several thousand rally in Hamburg against racism and the far-right" শিরোনামে প্রকাশিত জার্মানির হামবুর্গের বর্ণবাদ এবং কট্টর ডানপন্থার বিরুদ্ধে সমাবেশের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে ঐদিন বিক্ষোভকারীদের ফিলিস্তিনের পতাকা সহ বিভিন্ন দেশের পতাকা-ব্যানার বহন করতে দেখা যায়। কোলাজ স্ক্রিনশট দেখুন--





এদিকে একই ভিডিওটি ফিলিস্তিনের পক্ষের সমাবেশের ভিডিও দাবিতে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যাচাই করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স, এএফপি ও 'মিসবার'। এসব প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ফিলিস্তিনের পক্ষের সমাবেশের নয় বরং জার্মানির হামবুর্গে দেশটিতে বর্ণবাদ এবং কট্টর ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভের ভিডিও।

অর্থাৎ এটি জার্মানির হামবুর্গে দেশটিতে বর্ণবাদ এবং কট্টর ডানপন্থা বিরোধী বিক্ষোভের ভিডিও।

সুতরাং সামাজিক মাধ্যমে জার্মানির ভিন্ন একটি বিক্ষোভের ভিডিওকে ফিলিস্তিনের পক্ষের সমাবেশ বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Old Video

Related Stories