HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিজ্ঞাপনের ভিডিওকে বাস্তব ঘটনা দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করে তৈরি করা বিজ্ঞাপনের ভিডিও, বাস্তব ঘটনা নয়।

By - Tausif Akbar | 1 Aug 2023 2:19 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে যাওয়ায়, সামনের সেই অকার্যকর চাকা নিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে একটি পিকআপ ভ্যানের সাহায্যে। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় উড়োজাহাজটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৮শে জুলাই "Science&Experiment" নামক একটি পেজ থেকে এমন একটি ভিডিওটি পোস্ট করে বলা হয়, "ড্রাইভার ভাইকে তার কাজের জন্য জানাই স্যালুট"। এছাড়া, ভিডিওটির উপরে লেখা রয়েছে, "মন থেকে স্যালুট জানাই ওই গাড়ির ড্রাইভারকে, যিনি তার নিজের জীবন বাজি রেখে প্লেন যাত্রীদের বাঁচালেন"। স্ক্রিনশট দেখুন--




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ভিডিওটি ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করে তৈরি করা বিজ্ঞাপনের ভিডিও, বাস্তব ঘটনার ভিডিও নয়। নিশান ফ্রন্টিয়ার গাড়ির এর বিজ্ঞাপনের জন্য VFX প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছে, Zoic স্টুডিও ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানি।

ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটি 'niqta ronda' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১১ সালের ২৯ অক্টোবর প্রকাশিত "Nissan Frontier- Commercial [funny]" শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশনে লেখা হয়, "Best Commercials ever"। অর্থাৎ এটি একটি বিজ্ঞাপনের ভিডিও। তবে বিজ্ঞাপনটি অনেকটা বাস্তব ঘটনার আদলে তৈরি করা হয়েছিল। টেলিভিশনে সংবাদ প্রচারের স্টাইলে স্ক্রিপ্টিং করে এই টিভি কর্মাশিয়ালটি তৈরি ও প্রচার করা হয়। ইউটিউবের স্ক্রিনশট দেখুন--


নিশান ইউকে (NissanUK) এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও বিজ্ঞাপনটি প্রায় ১১ বছর আগে আপলোড করা হয়। দেখুন--

Full View

এদিকে, www.motortrend.com-এ ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর "Video Find: Nissan Frontier Saves the Day" শিরোনামে একটি সচিত্র প্রতিবেদনে উক্ত বিজ্ঞাপনটির বর্ণনা দিয়ে পাঠকের কাছ থেকে মন্তব্য জানতে চায়। সেখানেও বলা হয় এটি নিশানের মাঝারি আকারের পিকআপের লোড নেয়ার ক্ষমতা বোঝাতে বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। দেখুন--


বিজ্ঞাপনটি ভিএফএক্স প্রযুক্তিতে তৈরি 

কি-ওয়ার্ড সার্চ করে বিজ্ঞাপন নিয়ে কাজ করা আমেরিকার বাণিজ্যিক প্রকাশনা 'Adweek'এর সাইটে আলোচিত বিজ্ঞাপনটি নিয়ে তথ্য পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় এটির ভিজ্যুয়ালাইজেশন করেছে "Zoic" নামক ভিজ্যুয়াল ভিএফএক্স কোম্পানি। এই তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে 'zoicstudioschannel' নামের একটি ইউটিউব চ্যানেলে "Nissan Frontier "Landing Gear" Before and After" শিরোনামে মূল ভিএফএক্স ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, নিশানের পিকআপের ভিডিওতে ভিএফএক্স এর মাধ্যমে উড়োজাহাজের দৃশ্য যুক্ত করা হয়েছে। দেখুন--

 


অর্থাৎ ভিডিওটি ভিএফএক্স দ্বারা তৈরি নিশান কোম্পানির পিকআপের টিভি কমার্শিয়ালের।

সুতরাং একটি গাড়ির বিজ্ঞাপনের ভিডিওকে ফেসবুকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories