ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে "ব্রেকিং নিউজ" আকারে একটি বার্তা বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজে ১ ও ২ এপ্রিল পোস্ট করা হয়েছে।
সামাজিক মাধ্যমের বরাতে কিছু ব্যক্তিগত ব্লগেও এই বার্তাটি আপলোড করে পূনরায় সামাজিক মাধ্যমে লিংক শেয়ার করা হয়েছে।
এসব পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি উপলক্ষ্যে দেশে ১৭টি আদেশ জারি করেছেন।
বহুল প্রচারিত তেমন একটি পোস্ট দেখুন নিচের স্ক্রিনশটে--
এই বার্তাতে "প্রধানমন্ত্রী আদেশ" আকারে যেসব দাবি করা হয়েছে সেগুলোর মধ্যে অন্তত ৪টি দাবি সম্পূর্ণ অসত্য এবং একটি দাবি অর্ধসত্য। বাকিগুলো গত দুই সপ্তাহে সরকারের বিভিন্ন বিভাগের গৃহীত পদক্ষেপ হিসেবে ইতমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে হঠাৎ করে এগুলোকে 'প্রধানমন্ত্রীর আদেশ' হিসেবে প্রচার করায় বিভ্রান্তি তৈরির সুযোগ রয়েছে।
দাবি: ব্যাংক, এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত।
ফ্যাক্টচেক: দাবিটি অর্ধসত্য।
ব্যাংক বা এনজিওর ঋণের কিস্তি স্থগিতের কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ব্যাংক কিম্বা নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। বরং কিস্তি পরিশোধে 'শিথিলতা' আরোপ করেছে। অর্থাৎ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের বা এনজিওর ঋণ শোধ করতে পারলে তিনি তা তারা শোধ করবেন। কিন্তু যদি শোধ করতে না পারেন তাহলে তাদেরকে আগামী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত 'খেলাপি' হিসেবে গণ্য করা যাবে না।
সূত্র: বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।
লিংক: https://bit.ly/341HQ7M
লিংক: https://bit.ly/2JxOnO3
দাবি: গ্যাস বিদ্যুৎ বিল তিন মাস স্থগিত।
ফ্যাক্ট চেক: সরকার গ্যাস বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত করেনি। প্রকৃত তথ্য হলো, জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিল কোনো ধরনের বিলম্ব ফি ছাড়া মে মাসে জমা দেয়া যাবে। বিল জমা দিতে হবে, কিন্তু দেরিতে দেয়ার কারণে জরিমানা করা হবে না।
সূত্র: প্রথম আলো।
দাবি: আগামী ২ মাসের বাড়ি ভাড়া মওকুফের জন্য সকল বাড়িওয়ালাদের আদেশ।
ফ্যাক্ট চেক: সম্পূর্ণ অসত্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকারের অন্য কোনো পর্যায় থেকে এমন কোনো আদেশ জারি করা হয়নি। এবং এ নিয়ে দেশের সংবাদমাধ্যমে কোনো সংবাদ পরিবেশিতও হয়নি।
দাবি: ১ লক্ষ দিন মজুরদের ১ মাসের খাবার দ্রব্যাদি দেয়ার জন্য সেনাবাহিনী নিয়োজিত থাকবে।
ফ্যাক্ট চেক: এমন কোনো তথ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন, গার্মেন্ট শ্রমিকদের বেতনভাতা বাবদ ওই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দেবে তার সরকার। এছাড়া গরীব মানুষদের জন্য ঘরে ফেরা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেয়া হবে।
লিংক: https://bit.ly/34bnp8w
দাবি: সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের ১ মাসের ছুটি এবং বেতন দেয়ার আদেশ।
ফ্যাক্ট চেক: এই দাবিটিও অসত্য। সরকারের পক্ষ থেকে জাতীয়ভাবে দুই দফায় ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা ছাড় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কোনো আদেশ জারি করা হয়নি।