HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্রভাস-আনুশকার বিয়ে হয়নি, ছবিটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। এছাড়া তাদের বিয়ে হয়েছে এমন কোনো সংবাদ ভারতীয় গণমাধ্যমে পাওয়া যায়নি।

By - Tausif Akbar | 22 Oct 2023 7:35 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন পেজ ও গ্রুপে খবরের লিংক অথবা ভারতীয় তারকা প্রভাস-আনুশকার যুগলবন্দি ছবি পোস্ট করে বলা হচ্ছে, তারা বিয়ে করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১২ অক্টোবর দেশের মূলধারার সংবাদপত্র 'দৈনিক ইত্তেফাক' এর ফেসবুক পেজ থেকে "বিয়ে করে ফেললেন প্রভাস-আনুশকা!” শিরোনামের একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পোস্টটি দেখে অনেক ব্যবহারকারী তাদের অভিনন্দন জানাচ্ছেন। পোস্টটির কমেন্ট বক্সের স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ক্যাপশন ও খবরের শিরোনামটি বিভ্রান্তিকর। ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট বা এআই জেনারেটেড। বিস্ময়সূচক চিহ্ন দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে, বিস্তারিত অংশে ছবিটি এআই জেনারেটেড বলে উল্লেখও করা হয়েছে। এছাড়া, প্রভাস-আনুশকার বিয়ে হয়েছে এমন কোনো খবর ভারতীয় গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’ তে গত ১০ অক্টবর "Did Prabhas Marry His Rumoured Girlfriend Anushka Shetty? Here's The Truth" শিরোনামে আলোচ্য ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ছবিগুলো এআই জেনারেটেড"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে হাইপারলিংক করা একটি এক্স (টুইটার) পোস্ট থেকে দেখা যায় 'DILEEP' নামক একটি একাউন্ট থেকে আলোচিত ছবিটি সহ আরো কয়েকটি ছবি যুক্ত করে বলা হয়েছে "In an alter universe if they we married after Mirchi and the Timeline...."। পোস্টের কমেন্টে (থ্রেড) পোস্টকারী একজনের জিজ্ঞাসার উত্তরে জানিয়েছেন ছবিগুলো তিনি এআই টুলস DALL·E 3 দ্বারা তৈরি করেছেন। দেখুন--



যদিও, দৈনিক ইত্তেফাকের খবরের লিংকে ক্লিক করে বিস্তারিত প্রতিবেদনে দেখা যায় যে প্রতিবেদনটির ভেতরে উল্লেখ করা হয়েছে আলোচ্য ছবিটি এআই জেনারেটেড। তবে, ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইন্ডিয়া' এর বরাতে প্রকাশিত ইত্তেফাকের খবরটিতে বলা হয়েছে 'গুগল এআই' ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে। কিন্তু সার্চ করে এ সংক্রান্ত টাইমস অব ইন্ডিয়া'র প্রতিবেদন দুইটিতে (,) নির্দিষ্ট করে 'গুগল এআই' এর বিষয়ে উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ প্রভাস-আনুশকা বিয়ে বন্ধনে আবদ্ধ হননি এছাড়াও তাদের আলোচ্য ছবিগুলোও বাস্তব নয়।

সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে প্রভাস-আনুশকার এআই জেনারেটেড ছবি দিয়ে বিভ্রান্তিকর শিরোনাম ও ক্যাপশনে প্রচার করা হচ্ছে।

Related Stories