ফেসবুকে একাধিক পোস্টে জীর্ণ সিংহদের তিনটি ছবি দিয়ে দাবি করা হয়, ছবিগুলো বাংলাদেশের মিরপুর চিড়িয়াখানার। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
Moznu নামের একটি পেইজ থেকে তিনটি ছবিসহ একটি পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, অন্য দেশের হাতি নিয়া কতো লেখা লেখি দেখেছি। এবারে আমার নিজের দেশের চিড়িয়াখানা নিয়ে একটু লিখুন। খাবারের অভাবে আজ তাদের কি অবস্থা, যাদের সম্ভব হয় তারা ওদের একটু খাবারের ব্যাবস্থা করে আসবেন। চিত্রঃ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর। এছাড়া উক্ত পোস্টে তিনটি ছবি যুক্ত করা হয় যেখানে একাধিক সিংহকে জীর্ণশীর্ণ অবস্থায় দেখা যায়।
দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো চিড়িয়াখানার নয়। গুগল রিভার্স ইমেজ সার্চিং অপশন ব্যবহার করে মিডল ইস্ট মনিটরের একটি খবরের বরাতে জানা যায়, এই ছবিগুলো মূলত সুদানের রাজধানীস্থ আল কোরায়শি পার্কে তোলা সিংহদের।
মূলত সুদানে সেসময়ে চলমান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক টালমাটাল অবস্থার দরুণ খাদ্যের অভাবে সিংহগুলো দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে একটি সিংহ মারা গেলে তাদের রক্ষার্থে সামাজিকমাধ্যমে #SudanAnimalRescue ক্যাম্পেইন শুরু হয়। তার প্রেক্ষিতে গত বছরের জানুয়ারিতে এএফপিসহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় এ ব্যাপারে একাধিক খবর প্রকাশিত হয়। দেখুন মিডল ইস্ট মনিটরের খবরটির স্ক্রিনশট--
এ সংক্রান্ত একটি ভিডিও দেখুন এখানে--
আরো দেখুন, ইন্ডিয়া টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত একটি ফটো এলবাম।
অর্থাৎ সুদানের চিড়িয়াখানার সিংহদের ছবিকে বাংলাদেশের চিড়িয়াখানার বলে দাবি করা বিভ্রান্তিকর।