গতকাল সোমবার হাসান আল মামুন নামে কোটা আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগকে ধামাচাপা দেয়ার চেষ্টায় অভিযুক্ত হিসেবে ডাকসু ভিপি নুরুল হক নূরের নাম আসার পর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এক নারীর ছবি পোস্ট করে তাকে ভিপি নূরের বিরুদ্ধে মামলাকারী হিসেবে দাবী করা হচ্ছে। এরকম পোস্ট দেখুন এখানে ও এখানে।
আবার কোন পোস্টে অন্য নারীর ছবি ব্যবহার করে তাকেও মামলার অভিযোগকারী হিসেবে দাবী করা হচ্ছে। দেখুন এখানে।
ফ্যাক্ট-চেক:
অনুসন্ধানে দেখা যায়, প্রথমে উল্লেখিত ছবিটি ধর্ষণ মামলার অভিযোগকারীর নয়, বরং ইডেন কলেজের এক ছাত্রীর বলে বুম বাংলাদেশ নিশ্চিত হয়েছে।
এ প্রসঙ্গে ইডেনের ওই ছাত্রী তাঁর ফেসবুক প্রোফাইলে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। দেখুন এখানে।
উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদের হাসান আল মামুন কে প্রধান অভিযুক্ত করে যে মামলাটি করা হয়েছে সেই মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, ইডেন কলেজের নয়।
অন্যদিকে দ্বিতীয় যে ছবিটি দিয়ে নূরের মামলার বাদী হিসেবে যাকে দাবী করা হচ্ছে তিনি ভিপি নূরের স্ত্রী মারিয়া আক্তার লুনা। লুনার ছবিসহ খবর মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যমেও এসেছে। সময়নিউজের একটি খবর দেখুন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নূরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া সেখানে যান ভিপি নুরের স্ত্রী। এসময় তিনি নুরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।