ফেসবুকে একটি ছবি ক্যাপশনসহ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে ছবিটি আফ্রিকার এবং সৈনিকগুলো বাংলাদেশ সেনাবাহিনীর, ।
দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এছাড়া আর্কাইভ ভার্সন এখানে।
এরকম একটি পোস্ট দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশ / Probashi বাংলাদেশ নামক গ্রুপে। যেখানে Wasfiya Rayyan নামক একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়,
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন, এখানে।
কিন্তু রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ছবিটি আফ্রিকার নয় এবং ছবির সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনীরও নয়। ছবিটি মূলত চীনের ২০০৮ সালের ১২ মে'র ভূমিকম্পের সময়ের। দেখুন, এখানে।
চীনের কোয়ানজু নগরের সরকারি ওয়েবসাইটটিতে উক্ত ছবির ব্যাপারে চীনা ভাষায় একটি বর্ণনা পাওয়া যায়। গুগল ট্রান্সলেটরে ভাষা পরিবর্তণ করলে যার বাংলা দাঁড়ায়--
"২০০৮ সালের জুন মাসে সিচুয়ান প্রদেশের পেংঝু শহরের মিয়াঞ্জিয়াং নদীর উপরে সৈনিকরা 'মানব-সেতু' তৈরি করে স্কুলের বাচ্চাদের তাদের উপর দিয়ে চলাচলের রাস্তা করে দিয়েছে"
এছাড়া ভারতেও একই ছবি ভারতীয় সেনাবাহিনীর নামে ভাইরাল হলে টাইমস অফ ইন্ডিয়ার একটি ব্লগে ছবিটিকে চীনের ভূমিকম্প-কালের ছবি বলে দাবি করে।
তাই ছবিটিকে আফ্রিকার বলে এবং চীনা সেনাবাহিনীর সৈনিকদের বাংলাদেশের সেনাবাহিনী বলে দাবি করা মিথ্যা ও ভিত্তিহীন।