গতকাল সোমবার হাসান আল মামুন নামে কোটা আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগকে ধামাচাপা দেয়ার চেষ্টায় অভিযুক্ত হিসেবে ডাকসু ভিপি (সাবেক) নুরুল হক নূরের নাম আসার পর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে একজন নারীর হাতে একটি পোস্টার যেখানে লেখা -''ধর্ষক নুর শাস্তি চাই #JusticeForDU''
অন্য এক পোস্টে দাবী করা হয় এই নারীই নূরের বিরুদ্ধে করা মামলার বাদী। এই পোস্টে নুজহাত ফারিয়া রোকসানা নামে ইডেন কলেজের এক ছাত্রীর একটি ছবিও সংযুক্ত করা হয়েছে যা নিয়ে ইতোমধ্যে বুম বাংলাদেশ পৃথক একটি প্রতিবেদন করেছে।
ফ্যাক্ট-চেক:
গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে উক্ত ছবিটি মূলত পশ্চিমবঙ্গের বার্তা টুডে নামক একটি অনলাইন পোর্টালের এ বছরের ৬ই মে'র একটি খবর থেকে নেয়া। খবরটিতে বলা হয়, তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা নুর আলম হোসেন এর বিরুদ্ধে একজন নারী ধর্ষণের অভিযোগ করেন। স্থানীয় এক শিক্ষিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠলে তার প্রতিবাদে উক্ত প্রতিবাদী পোস্টারটি ছড়িয়ে পড়ে এবং সেখানে মূলত লেখা ছিল ''ধর্ষক নুর আলমের শাস্তি চাই #Justice For Mariena'' যেটাকে এডিট করে ''ধর্ষক নুর শাস্তি চাই #Justice For DU'' লেখা হয়েছে। খবরটি দেখুন।
এছাড়াও ফেসবুকে "Bengal Rising" নামক একটি পেইজ থেকেও একই খবর উক্ত পোস্টারসহ পোস্ট করা হয়। দেখুন এখানে।
সূতরাং উক্ত ছবিটি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে প্রতিবাদের নয়, তিনি এই মামলার বাদী নন এবং মামলাটির সাথে তার কোন সংশ্লিষ্টতাও নেই।