HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিগুলো 'বৈভব তিওয়ারি' নামে ভারতীয় এক কিশোরের

বুম বাংলাদেশ দেখেছে, কিডনি রোগে আক্রান্ত ভারতের কিশোর বৈভবের ছবিকে বাংলাদেশি দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে।

By - Minhaj Aman | 8 Feb 2022 9:05 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে অসুস্থ এক কিশোরের ছবি দিয়ে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন তিনটি পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে

গত ৫ ফেব্রুয়ারি 'বাবুরহাট গাউছিয়া থ্রি পিছ পাইকারি বাজার' নামের ফেসবুক গ্রুপে চারটি ছবিসহ দীর্ঘ একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, তাহমিদ নামের এক মা-হারা শিশুর চিকিৎসার জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। তাহমিদের চিকিৎসক জানিয়েছে, তার লিভার নষ্ট হয়ে গেছে। এছাড়া শিশুটির চিকিৎসার জন্যে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, সাহায্য পাঠাতে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের একাউন্ট খোলা এমন একাধিক ফোন নম্বর দেয়া হয়েছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--


পোস্টের সাথে যুক্ত ছবিগুলো আলাদাভাবে দেখুন–


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশি কোনো শিশুর নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিগুলো ভারতের এক কিশোরের। গুগল রিভার্স ইমেজ সার্চিং করে ছবিগুলো ভারতের বিখ্যাত ক্রাউডফান্ডিং ওয়েবসাইট 'কিটো'তে পাওয়া গেছে। 'After Losing His Mother- Vaibhav Is At Risk Of Losing His Life Too. Help! শিরোনামে একই ছবিগুলো দিয়ে সাহায্যের আবেদন পোস্ট করা হয় ওয়েবসাইটটিতে। দেখুন--


সেখানে আলোচ্য ছবিগুলো নিয়ে বিস্তারিত বলা হয়। মূলত অসুস্থ কিশোরটির নাম বৈভব তিওয়ারি এবং তার বয়স ১৫। দীর্ঘ ৩ বছর ধরে 'কিডনি ফেইলিউর' জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পরামর্শ দেয়া হয়।

তাছাড়া ওয়েবসাইটে অসুস্থ কিশোরটির মেডিকেল ডকুমেন্টও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, অসুস্থ বৈভব তিওয়ারি দিল্লির আকাশ হেলথকেয়ারে ভর্তি আছে। দেখুন ডকুমেন্টটি--


এছাড়া কিটো'র ভেরিফায়েড ফেসবুক পেজেও একই ছবিগুলো পোস্ট করা হয়েছে। দেখুন--

Full View

গত ২ ফেব্রুয়ারি কিটোর ভেরিফায়েড টুইটার আইডিতেও এই দুটি ছবি পোস্ট করা হয়েছিল। দেখুন--

সুতরাং ছবিগুলো ভারতের বৈভব তিওয়ারি নামের এক কিশোরের; বাংলাদেশের কোনো শিশুর নয়। তবে তাহমিদ নামে কোনো বাংলাদেশি শিশু লিভার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

অর্থাৎ ভারতের কিডনি রোগে আক্রান্ত বৈভব তিওয়ারির ছবিকে বাংলাদেশের তাহমিদ বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories