ফেসবুকে এক পুলিশ ও কিছু ব্যক্তির ছবি দিয়ে দাবি করা হচ্ছে, আহত পুলিশকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সাংবাদিকরা। দেখুন এখানে। এছাড়া আর্কাইভ ভার্সন পড়ুন এই লিঙ্কে।
'রাজনীতি' নামের পেইজ থেকে ২৫ মার্চ দুটি ছবিসহ একটি পোস্ট করা হয় যেখানে দাবি করা হয়, প্রথম ছবিতে পুলিশের উপর হামলা করছে নুরুল হক নুরের দলের কর্মীরা। পরের ছবিটিতে সেই পুলিশকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সাংবাদিকরা। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দ্বিতীয় ছবিটির ব্যাপারে কৃত দাবিটি বিভ্রান্তিকর।
উক্ত ছবিটি প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদনে। 'প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় 'শিশুবক্তা' রফিকুলসহ আটক ৩৩' শিরোনামের উক্ত প্রতিবেদনটি একই দিনে প্রকাশিত হয়। সেই ছবিটির ক্যাপশনে দাবি করা হয়, সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যকে নিয়ে আসছেন মিছিলকারীরা। আজ দুপুরে মতিঝিলে। দেখুন স্ক্রিনশট-
সেখানে ছবিটিকে প্রথম আলো পত্রিকা তাদের নিজস্ব বলেও দাবি করে।
অর্থাৎ আহত পুলিশকে নিয়ে যাওয়া মিছিলকারীদের 'সাংবাদিক' বলে দাবি করা হচ্ছে যা বিভ্রান্তিকর।