সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে দুই বছর বয়সী এক শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ৩০ জানুয়ারি 'সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী' নামের ফেসবুক গ্রুপ থেকে একাধিক ছবিসহ একটি পোস্ট করা হয়। পোস্টটিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রতনপুর ইউনিয়নের টুঙ্গীপুর গ্রামের মো. শামীম মিয়ার ছেলে আবদুল্লাহ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি। শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ টাকা প্রয়োজন। এছাড়া আর্থিক সাহায্য পাঠাতে দুটি ফোন নম্বরও যুক্ত করা হয়েছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশি কোনো শিশুর নয়। গুগল রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে একই ছবিগুলো একাধিক উৎসে পাওয়া গেছে। ভারতের বিখ্যাত ক্রাউড ফান্ডিং প্লাটফর্ম 'কিটো'তে একটি সাহায্য আবেদন পোস্ট পাওয়া যায়। সেখানে একই ছবিগুলো পাওয়া যায়, যার বর্ননায় বলা হয়, ভারতের আমির হামজা নামক এক দোকানদারের সন্তান 'জুয়াইরিয়া' জন্মের পর থেকেই মারাত্মক 'লিভার ফেইলিউর' রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। শিশুটির চিকিৎসার জন্যে প্রায় ২৫ লক্ষ টাকা দরকার। দেখুন--
লিংকটি দেখুন এখানে।
এছাড়া এই ওয়েবসাইটে তাদের বক্তব্যের সমর্থনে শিশুটির মেডিকেল ডকুমেন্টও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ১১ মাস বয়সী জুয়াইরিয়া বিনতে আমির বিলিয়ারি এট্রেশিয়া রোগে আক্রান্ত হয়ে চেন্নাই এর একটি হাসপাতালে ভর্তি আছে। দেখুন সেই ডকুমেন্টটি--
এছাড়া 'কিটো' প্লাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেইজেও সেই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। দেখুন--
তাছাড়া শিশু জুয়াইরিয়াকে নিয়ে আর্থিক সাহায্য প্রেরণ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয় একই পেজে। দেখুন--
অর্থাৎ ভারতের অসুস্থ শিশু জুয়াইরিয়ার ছবিকে অসুস্থ বাংলাদেশি শিশুর দাবি করে, সাহায্যের আবেদন করা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।