HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি ইউক্রেনের কোনো ফুটবল টিমের নয়

বুম বাংলাদেশ নিশ্চিত হয়েছে, ইউক্রেনের 'গনোর' নামের সংগঠনের যুদ্ধ-প্রস্তুতির ছবি এটি, ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

By - Minhaj Aman | 17 March 2022 9:53 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের পুরো টিম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিচ্ছে। দেখুন এমন তিনটি পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে

গত ১ মার্চ 'Shihab Uddin Sistee Noman' নামের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনটি ছিল, 'এটা কোন মিলিটারি বাহিনী না, ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের পুরো টিম! রাশিয়ার আক্রমন থেকে দেশকে রক্ষায় তারা ফুটবল ছেড়ে এখন অস্ত্র হাতে।' দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি ইউক্রেনের কোনো ফুটবলের টিমের যুদ্ধে অংশগ্রহণের নয়। প্রথমত, ইউক্রেনের সেই ফুটবল ক্লাব 'ডায়নামো কিয়েভ' ভেরিফায়েড টুইটার একাউন্টে এমন কোনো ছবি কিংবা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে রিভার্স সার্চিং টুল ব্যবহার করে ছবিটি 'gonor.group' নামের একটি ইন্সটাগ্রাম পেজে আপলোড হতে দেখা গেছে। সেখানে ছবিটি আপলোড করা হয় গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ। দেখুন--


বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, 'গনোর' ইউক্রেনের ডানপন্থী একটি সংগঠন। ইতিমধ্যে তারা ইউক্রেনের কিয়েভে রাশিয়ার বিরুদ্ধে লংমার্চ করেছে। দেখুন বিবিসির সেই প্রতিবেদনের উক্ত অংশটুকু--


দেখুন বিবিসির প্রতিবেদনটি। 

এছাড়া একই ছবি শেয়ার করতে দেখা গেছে 's_sternenko' নামের আরেকটি ইন্সটাগ্রাম আইডি থেকে। এটির ক্যাপশনের ইংরেজি অনুবাদ থেকে জানা যায়, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেখুন ছবিটি--

এছাড়া রয়টার্সকে স্টেরনেনকো নামের একই ব্যক্তি জানিয়েছেন, এটি তাদের যুদ্ধের প্রস্তুতির ছবি, কোনো ফুটবল ক্লাবের নয়। রয়টার্সের দাবিমতে, একই ছবিতে স্টেরনেনকো উপস্থিত আছেন যিনি ডানপন্থী সংগঠন 'গনোর' এরও একজন সদস্য। দেখুন রয়টার্সের প্রতিবেদন–


এছাড়া, রয়টার্সের সেই প্রতিবেদনে উক্ত ছবিতে আরো তিনজন ব্যক্তিকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে, যাদের প্রত্যেককে সেই একই সংগঠনের অন্যান্য ফুটেজে দেখা গেছে।

দেখুন রয়টার্সের সেই ফ্যাক্টচেক প্রতিবেদনটি এখানে

অর্থাৎ ইউক্রেনের একটি ডানপন্থী দলের যুদ্ধে যাওয়ার ছবিকে, সেখানকার ফুটবল টিমের দাবি করা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories