সামাজিক মাধ্যম ফেসবুকে একটি মসজিদের ছবি ভাইরাল হয়েছে যেটিকে দাবি করা হচ্ছে তা ভারতের বিখ্যাত বাবরি মসজিদের কোনো এক সময়ের ছবি।
ছবিটির প্রকাশকারী বেশ কিছু ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, "বাবরি মসজিদ পুরোটার ছবি! যা অনেকেই দেখেনি!"
একরমক কিছু পোস্ট দেখুন স্ক্রিনশটে--
ফ্যাক্ট চেক:
রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাওয়া মসজিদটি বাবরি মসজিদ নয়। এটি ভারতের কর্নাটক রাজ্যের ভিন্ন একটি মসজিদ।
Encyclopedia Britannica- এর ওয়েবসাইটে মসজিদটির ছবি প্রকাশ করে বলা হয়েছে এটি কর্নাটকের গুলবার্গা দুর্গে অবস্থিত জামে মসজিদ।
দেখুন Encyclopedia Britannica এর ওয়েসাইট থেকে নেয়া স্ক্রিনশট--