সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে একটি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১ মে 'As - sadi' নামের ফেসবুক পেজ থেকে একটি সাহায্যের আবেদন পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ৩ বছর বয়সী সুমাইয়া জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। আবেদনটির সাথে একাধিক ছবিও যুক্ত করা হয়েছে যেখানে একটি ছবিতে একটি অসুস্থ শিশুকে দেখা যাচ্ছে। সেই ছবির সাথে বেশ কিছু মেডিকেল ডকুমেন্টও দেখা যাচ্ছে, বলা হচ্ছে সুমাইয়া ২০২১ সালের জানুয়ারি মাসে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি ছিল। এছাড়া সাহায্যে পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের হিসাব খোলা একাধিক মোবাইল নম্বরও যুক্ত করা হয়েছে। দেখুন সেই পোস্ট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টটি বিভ্রান্তিকর। সেই পোস্টের প্রথম ছবিটি রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে ২০১৯-২০ সালে একাধিক ফেসবুক পেজে পাওয়া গেছে। ৩ জুলাই ২০১৯ এ পাকিস্তানভিত্তিক একটি ফেসবুক পেজে ছবিটি পাওয়া গেছে। দেখুন--
পোস্টটি দেখুন এখানে।
এছাড়া একই ছবি ২০২০ সালে নাইজেরিয়াভিত্তিক একটি ফেসবুক পেজ থেকেও আপলোড করা হয়েছিল। দেখুন--
এমনকি গত বছরের জুলাই মাসে ভারতের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পাওয়া যায়। দেখুন--
পোস্টটি পড়ুন এখানে।
অর্থাৎ বাংলাদেশের সুমাইয়া বলে দাবি করা ছবিটি ইতিমধ্যে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের শিশুর ছবি বলে প্রচার হতে দেখা গেছে। তবে ছবিটি ঠিক কোন দেশের শিশুর সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তবে সুমাইয়া নামের কোনো শিশু হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি আছে কিনা সেটি আলাদাভাবে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
অর্থাৎ পুরোনো অজ্ঞাত পরিচয়ের এক শিশুর ছবিকে বাংলাদেশের এক শিশু দাবি করে তার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর।