মুহাম্মদ (স) এর কার্টুন আঁকা নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম বিশ্বে চলমান প্রতিবাদের অংশ হিসেবে সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়েছে যা ফ্রান্স বিরোধী বয়কটের আহবানের সাথে ব্যবহার করা হচ্ছে। ছবিটিতে কোন এক জায়গায় ব্যাপক জনসমাগমের দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন।
ফ্যাক্ট-চেক:
অনুসন্ধানে দেখা যায়, মূলত ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানানো উপলক্ষ্যে হওয়া জনতার একাংশের ছবি এটি। ছবিটি গেটি ইমেজে পাওয়া যায়। গেটি ইমেজ ছবিটির শিরোনাম ক্যাপশন দিয়েছে: Iranians express their emotion at the funeral of former Iranian religious leader and dictator Ayatollah Khomeini, born Ruhollah Mousavi, who died of prostate cancer in June 1989. (Photo by Régis BOSSU/Sygma via Getty Images)
সুতরাং আয়াতুল্লাহ খোমেনীর মৃত্যুতে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের ছবিকে ফ্রান্স বিরোধী বয়কট আন্দোলনের সাথে ব্যবহার করাটা ভিত্তিহীন।