সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি অসুস্থ শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, শিশুটির নাম 'রাব্বি'। দাবি করা হচ্ছে, হার্টে ছিদ্র পাওয়া গেছে। ৫-৭ দিনের ভেতর অপারেশন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাকে এখন oxygen support এ রাখা হয়েছে। তবে শিশুটির চিকিৎসা কেন্দ্র, ঠিকানা বা পরিবারের সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি। পোস্টগুলোতে আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ এবং রকেটের নম্বরও জুড়ে দেয়া হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২ জানুয়ারি 'Md Jamal Hossen' নামের একটি ফেসবুক আইডি থেকে করা এরকম একটি পোস্ট নিচের স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা তথ্য বিভ্রান্তিকর ও সাহায্যের আবেদন প্রতারণাপূর্ণ। ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশের কোনো শিশুর নয় বরং ভারতীয় এক শিশুর।
রিভার্স ইমেজ সার্চ করে ভারতের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কিটো-এর ( www.Ktto.org) ওয়েবসাইটে "My Baby Battles For His Life And We Need Your Support To Save Him' শিরোনামে একটি নিবন্ধে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ছবির শিশুটি বুকের সংক্রমণে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ২ লাখ রুপি প্রয়োজন। নিবন্ধটিতে শিশুটির জন্য তহবিল সংগ্রহকারী হিসাবে গাব্বার সিং নামে এক ব্যক্তির পরিচয় দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি ক্রাউডফাইন্ডিং প্ল্যাটফর্মটিতে ওই শিশুর জন্য অর্থ সহায়তা চেয়ে করা নিবন্ধে ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি শহরের ডায়াগনিস্টিক সেন্টারের ব্যবস্থাপত্রও যুক্ত করে দেয়া হয়েছে। দেখুন--
অর্থাৎ, নিশ্চিতভাবেই ছবিটি বাংলাদেশি কোন শিশুর নয়। একইসাথে পোস্টগুলোতে সহযোগিতা পাঠানোর জন্য দেয়া নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
সুতরাং ভারতীয় শিশুর ছবি জুড়ে দিয়ে তাকে বাংলাদেশি শিশু দাবি করে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।