ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে একটি ছবিতে একটি নগ্ন ভাস্কর্য দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে ভাস্কর্যটি বাংলাদেশে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
Md. Ibrahim Khalil নামের আইডি থেকে ১ ডিসেম্বর একটি ভাস্কর্যের ছবি পোস্ট করা হয়। দাবি করা হয়, এই ভাস্কর্যটি বাংলাদেশের কোনো এক মহিলা টিচার্স ট্রেইনিং কলেজের। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ গুগল রিভার্স ইমেজ সার্চিং করে দেখেছে, উক্ত ভাস্কর্যের ছবিটি বাংলাদেশের নয়। মূলত স্পেনের বার্সালোনা শহরের একটি ভাস্কর্যের। একাধিক সাইটে উক্ত ছবিটির অবস্থান তা বলা হয়। ডিপোজিট ফটোস নামের একটি সাইটে এই ছবিটির ফটোগ্রাফার হিসেবে নাম দেয়া আছে লুসিয়ান মিলাসান নামের একজনের। দেখুন আসল ছবিটি--
অর্থাৎ স্পেনের একটি ভাস্কর্যকে বাংলাদেশের একটি কলেজে অবস্থিত বলে দাবি করা ভিত্তিহীন।