HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাংলাদেশি নয় বরং ছবিগুলো ভারতের 'রিশাভ' নামের এক শিশুর

বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় এক শিশুর ছবি দিয়ে তাকে বাংলাদেশি দাবি করে আর্থিক সাহায্য চাওয়া প্রতারণামূলক।

By - Minhaj Aman | 31 Dec 2021 6:28 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে আর্থিক সাহায্যের একটি আবেদন পোস্ট করা হচ্ছে। দেখুন এমন একটি পোস্ট এখানে

গত ২৭ নভেম্বর 'Bangladesh-Page' নামের একটি ফেসবুক পেজ থেকে একাধিক ছবিসহ একটি পোস্ট করে বলা হয়, আয়েশা আক্তার আলভিয়া নামের একটি শিশু কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুস এবং কিডনিজনিত সমস্যা নিয়ে ভর্তি আছে। তার চিকিৎসার জন্যে প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। এছাড়া আর্থিক সাহায্যের জন্য সে পোস্টে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের হিসাব খোলা এমন একটি মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


ছবিগুলো আলাদাভাবে দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। রিভার্স ইমেজ সার্চ করে একাধিক উৎসে ছবিগুলো পাওয়া গেছে। 'কিটো' নামের ভারতীয় একটি ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে উপরোক্ত ছবিগুলো খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, রিশাভ নামের ১৯ দিন বয়সী একটি শিশু হৃদপিণ্ড জনিত সমস্যা নিয়ে হরিয়ানার একটি হাসপাতালে ভর্তি আছে। তার পিতার নাম টিংকু। দেখুন স্ক্রিনশট--


দেখুন তাদের ওয়েবসাইটে বিস্তারিত। 

এছাড়া সেখানে শিশুটির একটি মেডিকেল ডকুমেন্টও পাওয়া গেছে। দেখুন--


গত ২১ নভেম্বর একই ছবিগুলো পাওয়া যায় কিটো এর ভেরিফায়েড টুইটার একাউন্টে। দেখুন--

"My beautiful baby boy's life is in danger! He entered the world barely a month ago and is battling heart disease, sepsis and multiple life-threatening conditions. I had so many dreams for him, but now my only wish is for him to recover!"

এছাড়া গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকেও এ সংক্রান্ত পোস্ট করা হয়। দেখুন--

Full View

অর্থাৎ ভারতের এক অসুস্থ 'ছেলে শিশু'র ছবিকে বাংলাদেশি অসুস্থ 'মেয়ে শিশু' দাবি করে আর্থিক সাহায্য চাওয়ার পোস্টটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ।

Tags:

Related Stories