হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর জানাজার বলে দাবী করা একটি ছবি ব্যাপকভাবে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে ছড়িয়েছে।
এরকমই একটি পোস্টে বলা হয়-
''এটা আল্লামা আহমদ শফীর জানাজার মাঠ না,
এটা জানাজা মাঠের আশেপাশের দৃশ্য।
এভাবেই জানাজা নামাজের মূল মাঠের আশেপাশের
প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছিল জানাজায় অংশ নেওয়া লক্ষ লক্ষ লোকে লোকারণ্য।
হাটহাজারীর স্কুল কলেজের কোন মাঠে তীলধারণের ঠাই ছিল না।
এই দৃশ্য দেখে শাহাবাগী নাস্তিক আর মাজার পূজারী মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে।''
এরকম আরেকটি পোস্ট দেখুন।
ফ্যাক্ট চেক:
গুগল রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি চট্টগ্রামের হাটহাজারিতে আয়োজিত আল্লামা আহমদ শফীর জানাজার ছবি নয়।
বরং এই ছবিটি নেয়া হয়েছে গত সপ্তাহে পাকিস্তানে আয়োজিত শিয়া-বিরোধী সমাবেশ থেকে। গত ১১ সেপ্টেম্বর পাকিস্তানের করাচীতে শিয়া-বিরোধী উক্ত সমাবেশে বিপুল জনসমাগম হয়। মূলত আশুরাকে কেন্দ্র করে সাহাবীদের ব্যাপারে কিছু শিয়া ধর্মীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে সেখানকার সুন্নীরা উক্ত সমাবেশের ডাক দেয়। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকা উর্দু এর প্রতিবেদনে ছবিটি দেয়া আছে।
সমাবেশটির আরো কিছু ছবি দেখুন গালফ নিউজের এই প্রতিবেদনে।
উল্লেখ্য, আজ দুপুর ২ টার দিকে হাটহাজারী মাদ্রাসা মাঠে ব্যাপক জনসমাগমের মধ্যে আল্লামা শফির জানাজা অনুষ্ঠিত হয়। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে আজকের জানাজার যেসব ছবি প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে একটি নিচে দেখুন-