সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলার মাতিশা পাথিরানা এবারের আইপিএল-এর একটি ম্যাচ চলাকালে নিজ দল চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ মার্চ 'Biltu Roy' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "সত্যি খুব ভালো লাগলো অসাধারন...যার জন্য আপনি আপনার লক্ষ্য পৌঁছতে পারবেন ,, যার জন্য আপনার ভালো সময় শুরু হবে তার প্রতি এইভাবেই আপনে আপ সম্মান ও ভালবাসা সৃষ্টি হয়ে যায়। বল করার আগে ধোনির থেকে আশীর্বাদ নিয়ে বল করতে যাচ্ছে এটাকেই বলে সম্মান ও ভালোবাসা এবং কৃতজ্ঞতা .... স্যালুট পাথিরানা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম 'টিভি৯' এর বাংলা সংস্করণে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে। 'দ্য ওয়াল' এর প্রতিবেদন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। লঙ্কান ক্রিকেটার পাথিরানা খেলার মাঠে মাহেন্দ্র সিং ধোনির পায়ের কাছে রাখা বোলিং মার্কার নেওয়ার জন্য ঝুঁকেছিলেন, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়ার জন্য নয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে দেখা যায়, পাথিরানা যখন নুয়ে পড়েছেন তখন খেলা ধারণের জন্য ব্যবহৃত অন্য একটি ক্যামেরা দৃশ্যের মধ্যে চলে আসায় আলোচ্য ভিডিওটিতে স্পষ্টভাবে কিছুই বোঝা যায়নি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' এর বাংলা সংস্করণে গত ২৯ মার্চ "ধোনির পা ছুঁয়ে কি প্রণাম করতে হল সিএসকের বিদেশিকে, ভাইরাল ভিডিওয় তোলপাড় সবকিছু" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, পাথিরানা ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নেননি বরং ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় ধোনির পায়ের কাছেই রাখা বোলিং মার্কার নিতে কোমর ঝুঁকিয়েছিলেন পাথিরানা (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনটিতে আলোচ্য ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে। গত ২৬ মার্চ গুজরাট টাইটানসের বিপক্ষের ম্যাচ চলাকালে ভিন্ন কোণ থেকে ধারণ করা এই ভিডিওতে দেখা যায়, পাথিরানা চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মাহেন্দ্র সিং ধোনির পায়ের কাছে রাখা বোলিং মার্কার নেওয়ার জন্য ঝুঁকেছিলেন। ভিন্ন কোণের এই ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির প্রিভিউ দেখুন--
অর্থাৎ লঙ্কান ক্রিকেটার পাথিরানা খেলার মাঠে মাহেন্দ্র সিং ধোনির পায়ের কাছে রাখা বোলিং মার্কার নেওয়ার জন্য ঝুঁকেছিলেন, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়ার জন্য নয়।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে পাথিরানা ম্যাচ চলাকালে ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।