HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি মেজর ডালিমের স্ত্রীর নয় বরং পাকিস্তানি এক মডেলের

বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানের সাবেক মডেল ফৌজিয়া সাঈদ হাইয়ের ছবিকে মেজর ডালিমের স্ত্রীর ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 30 Aug 2024 3:02 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে কয়েকটি ছবিযুক্ত একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ছবিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সাথে জড়িত তৎকালীন মেজর (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) শরিফুল হক ডালিমের স্ত্রীর। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২৭ আগস্ট 'Mahamoud Moon' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে কয়েকটি ছবি যুক্ত করে তৈরি একটি রিলভিডিও পোস্ট করে বলা হয়, "মেজর ডালিমের স্ত্রী এবং মেজর ডালিম। বেঁচে আছেন মেজর ডালিম।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিগুলো মেজর ডালিমের স্ত্রীর নয় বরং ছবির নারী পাকিস্তানের সাবেক মডেল ফৌজিয়া সাঈদ হাই।

ভিডিওটিও থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ছবি ও ভিডিও সংরক্ষণকারী ওয়েবসাইট ফ্লিকারে "Dr Ghulam Nabi Kazi' নামে একটি একাউন্ট থেকে আলোচ্য ভিডিওতে দেখানো প্রথম ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, "A glamorous shot of Fawzia Saeed Hai"। অর্থাৎ ছবির নারীর নাম ফৌজিয়া সাঈদ হাই। তবে, ছবির নারীর কোনো পরিচয় সেখানে দেওয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে ফ্লিকারের ওই একই একাউন্ট থেকে  "Khwaja Saeed Hai and Fawzia Saeed Hai- Tennis legend" শিরোনামে একটি ছবির সিরিজ খুঁজে পাওয়া যায়। ওই সিরিজ ছবিতে আলোচ্য ভিডিওটিতে দেখানো ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, ফৌজিয়া ১৯৬০ সালে পাকিস্তানি টেনিস তারকা খাজা সাঈদ হাইকে বিয়ে করেন। তিনি পাকিস্তানের প্রথম নারী ছিলেন যিনি লাক্সের মডেল হিসেবে কাজ করেছিলেন।  স্ক্রিনশট দেখুন--



এছাড়াও মডেল ফৌজিয়ার স্বামী সন্তানসহ তোলা একটি ছবিও পোস্ট করা হয়ে একাউন্টটি থেকে। সেখানে উল্লেখ করা হয়, মডেল ফৌজিয়া সাঈদ হাই ১৯৬৭ সালে মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আলোচ্য ছবিটিতে দেখানো নারী এবং ফৌজিয়া সাইদ হাই অভিন্ন ব্যক্তি। স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে সার্চ করে মডেল ফৌজিয়া সাইদ হাইয়ের নামে পরিচালিত একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজের ইন্ট্রোতে উল্লেখ করা হয়, পেজটি ফৌজিয়া সাইদের মেয়ের পরিচালিত। ওই ফেসবুক পেজটিতেও ফৌজিয়া সাইদ হাইয়ের অনেকগুলো ছবি দেখতে পাওয়া যায়। আলোচ্য পোস্টের নারী এবং ফেসবুক পেজটিতে দেখানো নারীর ছবি একই ব্যক্তির বলে নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ আলোচ্য পোস্টে দেখানো ছবিটি মেজর ডালিমের স্ত্রীর নয়। ছবিগুলো পাকিস্তানি টেনিস তারকা খাজা সাইদ হাইয়ের স্ত্রী ও সাবেক পাকিস্তানি মডেল ফৌজিয়া সাইদ হাইয়ের।

সুতরাং পাকিস্তানি টেনিস তারকা খাজা সাইদ হাইয়ের স্ত্রী মডেল ফৌজিয়া সাইদ হাইয়ের ছবি শেয়ার করে ছবিটি মেজর ডালিমের স্ত্রীর দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories