HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানের ভিডিও মুম্বাই লং মার্চের ভিডিও দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি পাকিস্তানের গত ৭ সেপ্টেম্বরের। ভারতের সাম্প্রতিক মুম্বাই লং মার্চ বা তিরাঙ্গা র‍্যালির নয়।

By - Tausif Akbar | 26 Sept 2024 12:04 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করে বলা হয়েছে, এটি সাম্প্রতিক মুম্বাই অভিমুখে লং মার্চ তথা তিরাঙ্গা র‍্যালির ভিডিও। এরকম একটি পোস্ট দেখুন এখানে। ফেসবুকে প্রচারিত এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৫ সেপ্টেম্বর 'md_harun_q7' ইউজারনেম এর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "বাংলাদেশের মিডিয়া গুলো কি ঘুম যায়তেছে নাকি, মুম্বাইতে এত বড় লংম্যাচ হয়ে গেল, অথচ বাংলাদেশের মিডিয়া গুলো কিছু জানলো না......"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য প্রচারিত ভিডিওটি ভারতের সাম্প্রতিক সময়ের আলোচিত মুম্বাই অভিমুখে লং মার্চ বা তিরাঙ্গা র‍্যালির ভিডিও নয়। এটি গত ৭ সেপ্টেম্বর পাকিস্তানে আয়োজিত দেশটির রাজনৈতিক সংগঠন 'Jamiat Ulama-e-Islam Pakistan' এর খতমে নবুওয়াত সম্মেলনের সুবর্ণ জয়ন্তীর ভিডিও।

ভিডিওটি থেকে কি-ফ্রেম জেনারেট করে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে 'Jamiat Ulama-e-Islam Pakistan' নামের একটি ভেরিফাইড পেজে গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত আলোচ্য ভিডিওটি পাওয়া যায়। এতে ভিডিওটির দৃশ্যপটের স্থান হিসেবে পাকিস্তানের লাহোরের একটি জায়গার নাম উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



সার্চ করে দেখা যায়, 'Jamiat Ulama-e-Islam Pakistan' পাকিস্তানের একটি রাজনৈতিক দল। দলটির অফিশিয়াল সাইটে পাওয়া পতাকা আলোচ্য ভিডিওটিতেও উড়াতে দেখা গেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭ সেপ্টেম্বর 'Jamiat Ulama-e-Islam Pakistan' এর কর্মসূচীর বিষয়ে সার্চ করে আলোচ্য সম্মেলনের ভিডিও ক্লিপ (একই জায়গার একই দৃশ্যপটের) সহ পাকিস্তানের সংবাদমাধ্যম 'জিও নিউজ' এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, আলোচ্য ভিডিওটি গত ৭ সেপ্টেম্বর সংগঠনটির খতমে নবুওয়াত সম্মেলনের সুবর্ণ জয়ন্তীর ভিডিও। 'Jamiat Ulama-e-Islam Pakistan' এর ফেসবুক পেজে পাওয়া ভিডিও (বামে) ও জিও নিউজের প্রতিবেদনের ভিডিও ক্লিপের (ডানে) স্ক্রিনশটের পাশাপাশি মিল দেখুন--



অর্থাৎ আলোচ্য প্রচারিত ভিডিওটি ভারতের সাম্প্রতিক সময়ের আলোচিত মুম্বাই অভিমুখে লং মার্চ বা তিরাঙ্গা র‍্যালির ভিডিও নয়।

প্রসঙ্গত, গত আগস্টের মাঝামাঝি ভারতের মহারাষ্ট্রের মহন্ত (হিন্দু সম্প্রদায়ের উপাসানালয়ের প্রধান) ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটুক্তি করে। এ কারণে তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় অন্তত ৫০টি মামলা হয়েছে। পরবর্তীতে বিজেপি এমএলএ নিতেশ রানে সেপ্টেম্বরের একদম শুরুর দিকে দেওয়া এক বক্তব্যে মহারাজের ক্ষতি করার চেষ্টা মুসলিমদের মসজিদে প্রবেশ করে ধরে ধরে মারবো- এমন মন্তব্য করেন। নিতেশ রানের বিরুদ্ধেও দুইটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।  

ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তিহাদুল মুসলিমীন (AIMIM) এর নেতা এবং সাবেক সংসদ সদস্য সদস্য ইমতিয়াজ জলিল মহারাষ্ট্রের সম্ভাজিনগর থেকে অন্তত ১২,০০০ আন্দোলনকারীদের নিয়ে মুম্বাই অভিমুখে 'তিরাঙ্গা সংবিধান র‍্যালি' আয়োজন করেন।

সুতরাং সামাজিক মাধ্যমে পাকিস্তানের ভিডিও সাম্প্রতিক ভারতের মুম্বাইয়ে হওয়া তিরাঙ্গা র‍্যালির বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories