HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পদ্মা সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু নয়

বুম বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের পদ্মা সেতু বিশ্বের কোনো ক্যাটেগরিতেই ১১তম দীর্ঘ সেতু নয়।

By - Ummay Ammara Eva | 6 Aug 2022 8:58 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের পদ্মা সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ২৫ জুলাই 'জ্ঞান অনুসন্ধান' নামের একটি পাবলিক গ্রুপে 'ET Basic English' নামের একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "পদ্মা সেতু, বিশ্বের ১১তম দীর্ঘ সেতু।" পোস্টটির স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, চলতি বছরের গত ২৫ জুন উদ্বোধন হওয়া বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু বিশ্বের ১১ তম দীর্ঘতম সেতু নয়। বিশ্বে প্রচলিত কয়েক ধরণের সেতু যেমন, রেলপথ, জলপথ ও স্থলপথ নির্মিত কোনো সেতুর ক্যাটেগরিতেই পদ্মা সেতু ১১তম অবস্থানে নেই।

কী ওয়ার্ড সার্চ করে চলতি বছরের গত ২ জানুয়ারি প্রকাশিত 'RankRed' নামের একটি ওয়েবসাইটে '12 Longest Bridges In The World | 2022 Edition' শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে ২০২২ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১২টি সেতুর তালিকা উল্লেখ করা আছে। তালিকায় থাকা ১২টি সেতুর নাম ও তাদের দৈর্ঘ্য দেখুন--

০১। Danyang–Kunshan Grand Bridge - 164,800 meters

০২। Changhua–Kaohsiung Viaduct - 157,317 meters

০৩। Tianjin Grand Bridge - 113,700 meters

০৪। Cangde Grand Bridge - 105,810 meters

০৫। Weinan Weihe Grand Bridge - 79,732 meters

০৬। Bang Na Expressway - 54,000 meters

০৭। Sheikh Jaber Al-Ahmad Al-Sabah Causeway - 48,500 meters

০৮। Beijing Grand Bridge - 48,153 meters

০৯। Lake Pontchartrain Causeway - 38,442 meters 

১০। Line 1, Wuhan Metro Bridge - 37,788 meters 

১১। Manchac Swamp Bridge - 36,710 meters 

১২। Yangcun Bridge - 35,812 meters.

উপরের তথ্যগুলোর সত্যতা নিশ্চিতের জন্য বুম বাংলাদেশ একাধিক নির্ভরযোগ্য ওয়েবসাইট যেমন Sciencefocus ও Worldatlas এর সাহায্য নিয়ে সেগুলো যাচাই বাছাই করেছে।

উপরে উল্লেখিত বিশ্বের ১২টি দীর্ঘতম সেতুর তালিকায় ১১ তম অবস্থানে আছে Manchac Swamp Bridge এবং ১২ তম অবস্থানে আছে Yangcun Bridge যার দৈর্ঘ্য ৩৫,৮১২ মিটার বা ৩৫.৮১২ কিলোমিটার। এদিকে পদ্মা সেতুর দৈর্ঘ্য  হল ৬.১৫ কিলোমিটার। তাই দৈর্ঘ্যে পদ্মা সেতুর বিশ্বে ১১তম অবস্থানে থাকার তথ্যটি ভুল।

বিশ্বে সেতুগুলোর ভিতরে পদ্মা সেতুর ক্রমিক অবস্থান জানা সম্ভব হয়নি। তবে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনলাইন সংবাদ পোর্টাল Dhakatribune -এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের জাতীয় সংসদে বলেছেন, পদ্মা সেতু হবে নদীর উপরে নির্মিত বিশ্বের ২৫ তম দীর্ঘ সেতু। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আবার, সমকাল, Business standard,tbsnews -সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময়ে দাবি করেছে, পদ্মা সেতু বিশ্বের ১২২তম দীর্ঘ সেতু। তবে, প্রতিনিয়ত বিশ্বব্যাপী অসংখ্য সেতু চালু হচ্ছে। তাই পদ্মা সেতুর সুস্পষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।

সুতরাং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই পদ্মা সেতুকে ভুলভাবে বিশ্বের ১১তম দীর্ঘ সেতু হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories