সামাজিক মাধ্যম ফেসবুকে গতকাল ২৬ রাতে রাতে গনভবন ঘেরাও করা হয়েছে দাবী করে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে ক্যাপশন দেয়া হয়েছে, "এইমাত্র...রাতেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী ।" SM MEDIA নামক একটি ফেসবুক থেকে গত রাতে লাইভ পোস্ট হিসেবে পোস্টটি করা হয় যা ইতোমধ্যে কয়েক হাজার শেয়ার হয়েছে।
ভিডিও পোস্ট করা হয়েছে আরও বিভিন্ন পেইজ ও আইডি থেকে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি গত রাতের তথা ২৬ অক্টোবরের নয়। বরং এটি সম্প্রতি ৬ই অক্টোবর শাহবাগে আয়োজিত ধর্ষণ-বিরোধী মিছিলের একটি ভিডিও। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের মিছিলের ব্যানারে লিখিত "ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ" ও ব্যানারের সম্মুখ মিছিলকারীদের সাথে মিলিয়ে উক্ত মিছিলের একই সময়ের একাধিক ভিডিও পাওয়া যায়। অক্টোবরের ৬ তারিখের এমন একটি ফেসবুক পোস্ট দেখুন।