ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে, একটি ফুটবল মাঠে সাম্প্রতিক ফ্রান্সে মহানবী(সাঃ) এর অবমাননার প্রতিবাদ জানানো হচ্ছে। দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
গত ২৭ অক্টোবর Storyline With Hadi নামক একটি আইডি থেকে এই ভিডিওটি পোস্ট করা হয় যার ক্যাপশন দেয়া হয়ঃ
"ফুটবল মাঠেও হচ্ছে প্রতিবাদ...
নাতে রাসূল (সাঃ) পরিবেশিত হচ্ছে ফুটবল মাঠে... …"
উক্ত ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনো একটি ফুটবল স্টেডিয়ামে মুহাম্মদ (স) এর সম্মানে 'নাতে রাসুল' গাওয়া হচ্ছে এবং দর্শকদের মাধ্যমে 'হাবিব ইয়া রাসুলুল্লাহ' লেখাটি তৈরি করেছে।
ফ্যাক্ট চেক:
বুমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০১৫ সালের। মূলত সৌদী আরবের জেদ্দায় অবস্থিত স্টেডিয়াম 'আল জওহারা'তে আয়োজিত দুটি ঘরোয়া ক্লাবের খেলায় এই মানব-ব্যানারটি তৈরি করে ফুটবল সমর্থকরা। এরকম একটি ভিডিও দেখুন এখানে যেটি আপলোড করা হয়েছে ২১ ফেব্রুয়ারী ২০১৫তে। এছাড়া আরেকটি ভার্সনের ভিডিওতেও একইরকম দেখা যায়, সেটিও আপলোড হয় ২০ ফেব্রুয়ারি, ২০১৫ সালে।
এ সংক্রান্ত 'আল-আরাবি ডট কো ডট ইউকে' নামের সংবাদমাধ্যমের একটি খবরেও উক্ত আয়োজনের বিস্তারিত জানা যায়।
তাই ২০১৫ সালের একটি ভিডিওকে সাম্প্রতিক মহানবী (সাঃ) অবমাননায় প্রতিবাদের ভিডিও বলে প্রচার করার দাবি ভিত্তিহীন ও ভুয়া।