সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী উত্তেজনার প্রতিবাদে রাস্তায় নেমেছে মুসলমানরা। দেখুন এমন একটি পোস্টের লিংক এখানে।
গত ২৮ অক্টোবর 'Mohd Sahadat Ahmed Td' নামের আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, '#ত্রিপুরা_চুরাইবাড়ীতে ধর্মপ্রাণ মুসলমানদের বিশাল বিক্ষোভ মিছিল। #ইসলাম_জিন্দাবাদ।#আল্লাহুআকবার।"-লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইনশাআল্লাহ আপনি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইনশাআল্লাহ।' অর্থাৎ দাবি করা হচ্ছে, ভারতের ত্রিপুরার চুরাইবাড়ি নামক এলাকায় মুসলিমদের বিশাল বিক্ষোভ মিছিলের ভিডিও এটি। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি ত্রিপুরার নয়, সাম্প্রতিক মুসলিম-বিরোধী উত্তেজনার সাথেও এর কোন সম্পর্ক নেই। ইনভিড টুল ব্যবহার করে ভিডিওটি গত মে মাসে একাধিক ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবে আপলোড হতে দেখা গেছে। MOHAMMAD IQBAL HASAN QADEERI নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একই ভিডিও পোস্ট করা হয় ২০২০ সালের ৯ মে। ভিডিওটির ক্যাপশন ছিল, 'TAZDARE AHLE SUNNAT HAZRAT SALIM MIYAN QADRI BADAYUNI WISAAL PEER SAHIB'। অর্থাৎ ক্যাপশনে বুঝা যাচ্ছে, ভিডিওটি জনৈক হযরত সালিম মিয়া কাদরী বাদাউনী সংক্রান্ত। দেখুন সেই ইউটিউব ভিডিওটি--
এছাড়া একইদিনে আরেকটি ভিডিও পোস্ট করা হয় ভিন্ন একটি চ্যানেলে যার ক্যাপশন ছিল, 'Last journey of Huzoor Pir Salim ul Qadri Sahab'। অর্থাৎ পীর সালিম উল কাদরীর শেষ যাত্রার ভিডিও এটি।
একই ক্যাপশন দিয়ে ভিডিওটি ফেসবুকেও পোস্ট করা হয় ২০২১ সালের ৯ মে। দেখুন সেই ভিডিও--
তবে এসবের কোনটিতেই ভিডিওটির বিষয় সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে উল্লেখিত তিনটি ভিডিও এ বছরের মে মাসে পোস্ট করা হয়েছে। অপরদিকে বাংলাদেশে হিন্দু-মুসলিম সহিংসতাকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরায় মুসলিম-বিরোধী উত্তেজনা শুরু হয় গত ২৪ ও ২৫ অক্টোবর দিকে। দেখুন এ সংক্রান্ত দ্য ওয়্যারের একটি প্রতিবেদন এখানে।
পরবর্তীতে একাধিক কিওয়ার্ড ব্যবহার করে এ ভিডিও সংক্রান্ত বিস্তারিত খবর খুঁজে পায় বুম বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়ায় 'Uttar Pradesh: Thousands attend funeral of district qazi in Budaun' শিরোনামে প্রকাশিত একটি খবরে বলা হয়, উত্তর প্রদেশের বুদাউন শহরে হযরত সালিম উল কাদরী নামের এক সুফি'র জানাজায় হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। খবরটি প্রকাশিত হয় চলতি বছরের ১১ মে। খবর ও ভিডিও এর ক্যাপশন তুলনা করে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি উত্তরপ্রদেশের সালিম উল কাদরী নামক এক সুফীর জানাজার ভিডিও, ত্রিপুরার নয়।
এ সংক্রান্ত আরো একটি ফ্যাক্ট চেক রিপোর্ট দেখুন এখানে।
অর্থাৎ ভারতের উত্তরপ্রদেশে মে মাসের একটি জানাজার ভিডিওকে ত্রিপুরায় সাম্প্রতিক উত্তেজনার প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভ মিছিলের বলে দাবি করা বিভ্রান্তিকর।