HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ভিডিও হামাসের নামে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি সম্প্রতি হামাসের ইসরায়েলে আক্রমণের নয় বরং ২০১৬ সালের তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ভিডিও।

By - Tausif Akbar | 25 Oct 2023 10:36 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে দুই ধরণের বাহিনীর মধ্যকার অভিযানের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, হামাসের আক্রমণে ইসরায়েলের সেনার অবস্থা খারাপ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৯ অক্টোবর ‘Monalisa M69’ নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয় "হামাসের আক্রমনে ইসরায়েলের সেনার অবস্থা খারাপ"। ভিডিওতে দেখা যাচ্ছে একপক্ষ আরেকপক্ষকে আক্রমণ করছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০১৬ সালের তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময়ে সেনা সদস্যদের সাথে অভ্যুত্থান বিরোধীদের সংঘাতের সময়ে ধারণ করা।

আলোচ্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, তুরস্কের সংবাদসংস্থা 'Anadolu Agency' এর ওয়েবসাইটে আলোচিত ভিডিও ফুটেজটির একটি পূর্ণাঙ্গ ভার্সন সহ ২০১৯ সালের ১৭ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে তুরস্কের সংবাদমাধ্যম 'স্টার' এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১৫ জুলাই আলোচ্য ভিডিওর একটি দৃশ্যের স্থিরচিত্র যুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ইস্তাম্বুল প্রাদেশিক পুলিশ প্রধান ড. মোস্তফা কালিসকানের বরাতে ২০১৬ সালের ১৫ জুলাই সেনাদের একটি অংশ তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে অভ্যুত্থান প্রচেষ্টার প্রেক্ষিতে অভ্যুত্থান রোধের অভিযানের বর্ণনা করা হয়েছে। দেখুন--



অর্থাৎ ভিডিওটি সাত বছর আগে তুরস্কের একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের, ভিডিওটির সাথে ইসরায়েলে হামাস যোদ্ধাদের আক্রমণের কোনো সম্পর্ক নেই।

সুতরাং সাত বছর আগের তুরষ্কের ভিন্ন একটি ঘটনার ভিডিওকে সম্প্রতি হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনাদের উপর আক্রমণের ভিডিও বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories