HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সাকিবের পুরোনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৩ সালের মার্চ মাসে দুবাইতে সাকিব আল হাসানের আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছিল।

By - Ummay Ammara Eva | 12 Aug 2024 7:42 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে

গত ৭ আগস্ট 'ব্রাহ্মণবাড়িয়ার সরল ভাই' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "সাকিবুল হাসানকে #অবশেষে ধরে ফেলল ছাত্র #জনতা 😍😍😎"। ভিডিওটিতে সাকিব আল হাসানকে অনেক মানুষের ভিড়ের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পরে ধারণ করা নয় বরং ২০২৩ সালের মার্চ মাসে দুবাইয়ে একটি স্বর্ণের শোরুম উদ্বোধনে গেলে সাকিব আল হাসানের আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'FACT.24' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ মার্চ "দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে সাকিব আল হাসানের।" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওর মত হুবহু ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় বলা হয়, দুবাইয়ের একটি স্বর্ণের শো-রুম উদ্বোধন করতে গেলে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন-- 

Full View


আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মার্চ "ভারতের ভুয়া পাসপোর্টে দুবাই পালায় জুয়েলার্সের মালিক আরাভ | Shakib Al Hasan | ARAV Jewellers" শিরোনামে প্রচারিত একটি ভিডিওতেও ভিন্ন দিক থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতেও বলা হয়, "দুবাইয়ের অবস্থিত একটি স্বর্ণের শো-রুম উদ্বোধনে যান ক্রিকেটার সাকিব আল হাসান।" শোরুমে প্রবেশের সময় ওই ভিডিওটি ধারণ করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


অর্থাৎ গতবছরের মার্চে দুবাইয়ে একটি স্বর্ণের শোরুম উদ্বোধনে যান আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। এসময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং সাকিব আল হাসানের এক বছরের পুরনো ভিডিওকে দেশে তৈরি হওয়া পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিভ্রান্তিকর দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories