চীন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্তে মুখোমুখি সংঘর্ষ এবং তাতে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে চীনের পক্ষ থেকে তাদের সেনাদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার মধ্যেই ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে ভিডিওটিতে 'চীনা সেনাবাহিনীর হাতে নিহত' ভারতীয় সেনাদের দেখা যাচ্ছে।
এরকম একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
পাকিস্তানি কিছু অনলাইন পোর্টালেও এটি সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে।
ফ্যাক্ট চেক:
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে, ভিডিওটি চীনের সাথের ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের নয়।
এটি ২০১৯ সালের নভেম্বর মাসে ফেসবুকে ভাইরাল হয়েছিলো পাকিস্তান-ভারতের সেনাদের মধ্যকার সংঘর্ষের ভিডিও হিসেবে।
প্রকৃতপক্ষে ভিডিওটির সাথে চীন বা পাকিস্তানের কোনো সংযোগ নেই। ২০১৯ সালের নভেম্বর মাসে ভারতের মেঘালয়ে একটি বাস দুর্ঘটনায় বিএসএফ সদস্যদের আহত হওয়ার ভিডিও এটি।