সম্প্রতি দেশজুড়ে ধর্ষণর বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের বলে দাবী করে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে লাঠি হাতে একটি বিশাল মিছিল দেখা যাচ্ছে। ৭ অক্টোবর দুপুরে আপলোড করা ভিডিওতে মিছিলকারীদের 'শিবির, শিবির' বলে শ্লোগান দিতে শোনা যায়।
VP Nurul Haque Nur Fans page নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে- ''লাঠি মিছিল হচ্ছে ঢাকায়✊✊✊
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ ✊✊
দেশে এখনো এত জামাত শিবির আছে?''
আর্কাইভ দেখুন এখানে।
আরও বেশ কিছু ফেসবুক পেইজ ও গ্রুপ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়েছে একই ধরনের দাবি যুক্ত করে।
ফ্যাক্ট চেক:
সুতরাং বোঝা যায়, এই ভিডিওটি সাম্প্রতিক ধর্ষণবিরোধী আন্দোলনের নয় এবং এটি ঢাকার ভিডিও নয়। বরং ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ কিংবা তার পরে কোন এক সময় চট্টগ্রামে অনুষ্ঠিত কোন সমাবেশ পূর্ববর্তী মিছিলের দৃশ্য এটি।