সামাজিক মাধ্যমে ফেসবুকে 'সরাসরি.. পুলিশের হা'ম'লা, ভিপি নুরের প্রতিবাদ ! প্রধানমন্ত্রীর গদি ছাড়তে স্লোগানে স্লোগানে মুখরিত' ক্যাপশন দিয়ে একটি ভিডিও ছড়ানো হচ্ছে যা ইতোমধ্যে কয়েক হাজার শেয়ার হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই ভিডিওটি পুরনো।
২০২০ সালের ১৭ অক্টোবর দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালীন 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' নামের ব্যানারে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য নয় দফা দাবিতে ঢাকার শাহবাগ থেকে নোয়াখালী অভীমুখে লংমার্চ শুরু করেন। লংমার্চটি ফেনীতে পৌছানোর পর তাদের উপর হামলা হয়। লংমার্চকারীরা সেসময় হামলার জন্য পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযুক্ত করেন। এ সংক্রান্ত খবর দেখুন এখানে, এখানে ও এখানে।
ফেসবুকে সেসময়ও 'সরাসরি..পুলিশের হা'ম'লা, ভিপি নুরের প্রতিবাদ ! প্রধানমন্ত্রীর গদি ছাড়তে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা' শিরোনামে ভিডিওটি ছড়ায়।
ফেনীতে লংমার্চকারীদের উপর হামলার একইরকম আরেকটি ভিডিও দেখুন এখানে।
সুতরাং এটা নিশ্চিত যে এটি সাম্প্রতিক কোন ঘটনার ভিডিও নয়।