সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে রকেট হামলা করল লেবানন। দেখুন এমন দুটি পোস্টের লিংক এখানে এবং এখানে।
গত ২০ মে 'News Zone' নামের একটি ফেসবুক পেইজ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে সামরিক বাহিনীর কিছু সদস্যকে রকেট হামলা করতে দেখা যাচ্ছে। ভিডিওটির পোস্টে দাবি করা হচ্ছে, এটি ফিলিস্তিনের পক্ষে লেবাননের সামরিক বাহিনীর ইসরায়েলে হামলার ভিডিও। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি লেবাননের সামরিক বাহিনী কর্তৃক কোনো রকেট হামলার ভিডিও নয়। ইনভিড টুলের মাধ্যমে সার্চ করে দেখা গেছে, এটি মূলত ২০২০ সালে রাশিয়ার একটি সামরিক মহড়ার ভিডিও। 'ককেশাস ২০২০' নামে এই মহড়াটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের একটি ফেডারেল অঞ্চল ভলগোগ্রাদে অনুষ্ঠিত হয়, যেখানে 'টর্নেডো-জি' রকেটের বিভিন্ন সক্ষমতা প্রদর্শণ করা হয়। দেখুন ২০২০ সালে আপলোডকৃত একটি ভিডিও--
এছাড়া, ইউটিউবে দেয়া বর্ণনাতেও বলা হয়েছে ভিডিওটি রাশিয়ার একটি সামরিক মহড়ার। পাশাপাশি ভিডিওটি ধারণ ও সম্পাদনা করার ক্রেডিটও দেয়া হয়েছে দেশটির সামরিক বাহিনীকে।
অধিকতর অনুসন্ধান চালিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Ruptly তেও এই ভিডিওটি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। সেখানেও এটিকে ২০২০ সালে অনুষ্ঠিত রাশিয়ার সামরিক বাহিনীর মহড়ার ভিডিও হিসেবে প্রকাশ করা হয়। দেখুন--
অর্থাৎ ২০২০ সালে অনুষ্ঠিত রাশিয়ার সামরিক বাহিনীর একটি মহড়ার ভিডিওকে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে লেবাননের রকেট হামলা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।