সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, গ্রেফতারকৃত মাওলানা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়ে লাইভে এসেছেন। দেখুন সেই ভিডিওটির লিংক এখানে।
গত ১ ফেব্রুয়ারি 'Abu Toha Muhammad Adnan' নামের পেজ থেকে আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল, 'মুক্তি পেয়েই জরুরি লাইভে এসে ভয়ংকর তথ্য দিলেন রফিকুল ইসলাম মাদানি'। উল্লেখ্য ২০২১ সালের ৮ এপ্রিল নেত্রকোনা থেকে একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ভাইরাল এই ভিডিওটি এরইমধ্যে সাড়ে তিন হাজারের বেশি শেয়ার হয়েছে। দেখুন ১ মিনিট ২০ সেকেন্ডের সেই ভিডিওটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মাওলানা রফিকুল ইসলামের এই ভিডিওটির শিরোনামে দেয়া তথ্যটি ভিত্তিহীন। প্রথমত, মাওলানা রফিকুল ইসলাম মাদানী এখনো মুক্তি পাননি। সার্চ করে কোথাও তার মুক্তি সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। মাওলানা রফিকুল ইসলাম সংক্রান্ত সর্বশেষ খবরটি প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি স্টারে, এ বছরের ২৬ জানুয়ারি। 'গ্রেপ্তারের পর পুলিশ এক নারীর সঙ্গে আমার ছবি তুলেছিল: আদালতে 'শিশুবক্তা' শিরোনামের খবরটিতে বলা হয়, ঢাকা সাইবার ট্রাইব্যুনাল তার মামলার বিচার শুরুর জন্য আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে। কিন্তু এই খবরটিতে তার মুক্তি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ নেই। দেখুন--
এছাড়া মাওলানা রফিকুল ইসলামের মুক্তি সংক্রান্ত ভাইরাল ভিডিওটি যাচাই করতে গিয়ে দেখা গেছে, ভিডিওটি গত বছরের মার্চ মাসের। মূলত গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার হন মাওলানা রফিকুল ইসলাম। পরবর্তীতে ওই দিনেই তিনি ছাড়া পেলে একটি ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে তাঁর মুক্তির খবরটি জানান। সেই ভিডিওটি অসংখ্য পেজ থেকে একইদিনে পোস্ট করা হয়েছিল। দেখুন একই ১ মিনিট ২০ সেকেন্ডের এরকম একটি ভিডিও'র স্ক্রিনশট--
ভিডিওটি দেখুন এখানে।
এরকম আরো একটি ভিডিও যেটি ২০২১ সালের একই দিনে পোস্ট করা হয়েছিল দেখুন এখানে--
২০২১ সালের একইদিনে অর্থাৎ ২৫ মার্চ এ প্রকাশিত এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন খুঁজে পায় বুম বাংলাদেশ। সেখানে বলা হয়, রাজধানীর মতিঝিলে যুব অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এক বিক্ষোভ থেকে আটক হয়েছিলেন মাওলানা রফিকুল। দেখুন এ সংক্রান্ত যুগান্তরের একটি প্রতিবেদন--
পড়ুন এখানে। জাগোনিউজ২৪ ডটকমে একই প্রতিবেদন একইদিনে প্রকাশিত হয়েছিল।
তবে সেদিনই অর্থাৎ ২৫ মার্চ মাওলানা রফিকুলকে ছেড়ে দেয় পুলিশ। ২৫ মার্চ, ২০২১ এ বাংলানিউজ২৪ ডটকমের প্রতিবেদন অনুসারে, পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান। দেখুন বাংলানিউজ২৪ এর প্রতিবেদনটি--
প্রতিবেদনটি পড়ুন এখানে। আরো পড়ুন যমুনা টিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনটি এখানে। সেদিন ছাড়া পাওয়ার পরই লাইভে এসে নিজের মুক্তির খবর জানান আলোচিত এই মাওলানা।
সুতরাং বর্তমানে কারাবন্দী আলোচিত বক্তা মাওলানা রফিকুল ইসলামের গত বছরের মার্চে গ্রেফতারের পর মুক্তির পরের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।