বাহরাইনের এক সংসদ সদস্য বাহরাইনের সংসদের ভিতরে ইসরায়েলের পতাকা পুড়িয়ে আমিরাত ও ইসরায়েলের মধ্যকার চুক্তির প্রতিবাদ জানিয়েছেন এরকম শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। ভিডিও ক্লিপটিতে দেখা যায় আরব অঞ্চলের পোষাক পরিহিত এক ব্যক্তি একটি সম্মেলন কক্ষে ইসরায়েলের পতাকায় আগুন দিচ্ছেন। ভিডিওটি দেখুন এখানে ও এখানে। এখানে ও এখানে আর্কাইভ করা আছে।
ভিডিওটি ইতোমধ্যে কয়েক হাজারবার শেয়ার হয়েছে।
ফ্যাক্ট চেক:
ফেসবুকে ছড়ানো ভিডিওর ক্যাপশন অনুযায়ী প্রকৃত ঘটনার বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, পতাকা পোড়ানোর ঘটনাটি প্রায় ৮ বছর আগের। এই ঘটনা নিয়ে ২০১২ সালের নভেম্বরের ২০ তারিখে বেশকিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। দেখুন এখানে, এখানে ও এখানে।
সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম 'আল আরাবিয়্যা'তে ২০১২ সালের ২৯ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনের ফিচার ফটোর সাথে ভাইরাল হওয়া ভিডিওর স্থির চিত্রের হুবহু মিল পাওয়া যায়।
এছাড়া ২০১৯ সালে মে মাসের দুই তারিখে একই ভিডিও ক্লিপ 'নিউজ ইরাক' নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় যা থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি সাম্প্রতিক নয়। দেখুন এখানে।