সামাজিক মাধ্যমে একটি ঘূর্ণিঝড়ের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ঘূর্ণিঝড় 'ইয়াস' এর। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ মে 'সত্যের সন্ধানে' নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা ক্যাপশনে লেখা হয়েছে, "তান্ডব শুরু করছে ঘূর্ণিঝড় ইয়াস!!!বাংলাদেশের বিভিন্ন যায়গায় ভয়ংকর ঝড়বৃষ্টি শুরু।" অর্থাৎ এখানে বলা হচ্ছে, ভিডিওটি ঘূর্ণিঝড় 'ইয়াস' এর এবং এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টিও শুরু হয়েছে। যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৫ লক্ষ বা দেড় মিলিয়নবার দেখা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ভিডিওটি ঘূর্ণিঝড় ইয়াস-এর বলে করা দাবিটি ভুল। প্রকৃতপক্ষে, এটি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পানামা সিটি সমুদ্র-সৈকতে ঘূর্ণিঝড় মাইকেল-এর আঘাতের দৃশ্য।
ইনভিড টুল ব্যবহার করে ইউটিউবে ২০১৮ সালের ১৩ অক্টোবর "Extreme 4K Video of Category 5 Hurricane Michael" ক্যাপশনে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। Tornado Trackers নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা সেই ভিডিওটির শিরোনামে বলা হয়েছে, এটি হ্যারিকেন মাইকেল-এর আঘাতের দৃশ্য। ৪ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত অংশ ভাইরাল হওয়া ভিডিওটির সাথে হুবহু মিলে যায়।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং সিবিসি১২-এর দুটি আলাদা প্রতিবেদনে উক্ত ভিডিওটি খুঁজে পায় বুম বাংলাদেশ।
সিএনএন- এর প্রতিবেদনে ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটি মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পানামা সিটি সৈকতে হারিকেন মাইকেল-এর আঘাত হানার দৃশ্য।
এ সংক্রান্ত আরেকটি প্রতিবেদন দেখুন এখানে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে হারিকেন মাইকেল ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে। যাতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হবার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়। দেখুন এ সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদন এখানে।
প্রসঙ্গত, একাধিক মূলধারার সংবাদমাধ্যমে প্রবল ঘূর্ণিঝড় 'ইয়াস' ভারতের উড়িষ্যায় আঘাত করার খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাইক্লোনটির কেন্দ্র ২৬ মে আনুমানিক দুপুর ১২টার দিকে উড়িষ্যার ধামরা অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করে। দেখুন বিস্তারিত বিবিসি বাংলার এই প্রতিবেদনে।